শানারেই দেবী শানু অভিনয়শিল্পী, লেখক। তার লেখা বই মিথলজিক্যাল থ্রিলার ‘বাঘমানুষ’। এবারে বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে। বইটি সম্পর্কে তিনি খোলমেলা কথা বলেন্।
আমার লেখার ক্ষেত্রে কোনো বিষয়ের প্রতি আগ্রহ কিংবা স্বতঃস্ফূর্ততাকে প্রাধান্য দিই। শব্দ আমার কাছে স্রোতস্বিনী নদীর মতো। আমি অনেকের লেখা পড়ি।
তবে বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের থ্রিলার ভাবনার আড্ডাগুলো থ্রিলার লেখার ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করে। আমি তাঁর লেখার ভক্ত। বিদেশি থ্রিলার গল্প পড়ার সময় প্লট এবং গল্প বলার ধরন খেয়াল করি। থ্রিলার লেখার বিষয়টা অনেক তথ্যনির্ভর কিছু কিছু ক্ষেত্রে। কোনো তথ্য যোগ করলে সেটা সঠিক হওয়া জরুরি। বেশ পড়াশোনা করতে হয় নির্দিষ্ট লেখার বিষয়ের ওপর।
আমার এবারের উপন্যাসটি ভিন্নধর্মী, মিথলজিক্যাল থ্রিলার ‘বাঘমানুষ’। অর্ধেক বাঘ আর অর্ধেক মানুষের মতো দেখতে অদ্ভুত এক প্রাণীর কথা লেখা আছে মণিপুরি মিথলজিতে। সেটা নিয়েই লিখেছি। দুম করেই মানুষ নিখোঁজ হচ্ছে সুন্দরবনের রিসোর্টগুলো থেকে। সেখানে বাঘের মুণ্ডু আর মানুষের দেহের সংমিশ্রণে এক প্রাণী দেখার কথা বলছে কেউ কেউ। এই বাঘমানুষ মিথ নাকি সত্য, তা অনুসন্ধানের চেষ্টা নিয়েই এগিয়েছে গল্প। মণিপুরি মিথলজির প্রাচীন লোকগাথার একটি গল্পের পরাবাস্তবতা ও সুন্দরবনের গহিন অরণ্যের নির্মম বাস্তবতার মিশেলে এই মিথলজিক্যাল থ্রিলার।
লেখক সত্তায় লৈঙ্গিক বিভেদটা আমার পছন্দ নয়। লেখক লেখকই, তিনি নারী কিংবা পুরুষ—যে-ই হোন। তবে দেশে নারী লেখকদের বেশির ভাগকেই যেহেতু সংসারজীবন সামলে লেখালেখি করতে হয়, তাই সময়সাপেক্ষ লেখার ক্ষেত্রে হয়তো কিছুটা পিছিয়ে থাকেন তাঁরা। সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে নারীদের লড়াই যুগ যুগ ধরে, সব ক্ষেত্রে। তবে সৃজনশীল কাজ, নারী বা পুরুষ—যারই হোক না কেন, মূল্যায়ন পাবেই। লেখা ভালো হলে পাঠক গ্রহণ করবেন, এটা আমি বিশ্বাস করি। লেখার ক্ষেত্রে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়বস্তু বেছে নিই, যেটা লেখক হিসেবেও আমাকে টানে এবং যেটা লিখলে পাঠককেও নতুন কিছু দেওয়া হয়। তাই এবার মিথলজি নিয়ে লেখা।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
‘বাঘমানুষ’ বই নিয়ে কথা বলছেন শানারেই দেবী শানু
Previous Articleমুহাম্মদ ইউনূস যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হবে না