অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। যিনি সি আর আবরার নামেই পরিচিত।
বুধবার (৪ মার্চ) সকালে ১১টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, আগামীকাল শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সি আর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে। ইত্তেফাক/এসএএস
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
অধ্যাপক সি আর আবরার হচ্ছেন শিক্ষা উপদেষ্টা
Previous Articleউপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম