ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাই খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
১৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতি। ঘোষিত দলে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে একাধিক পরিবির্তন এনেছে বিসিবি।
দলে জায়গা হারিয়েছেন ওপেনার মুর্শিদা খাতুন, স্পিনার সুলতানা খাতুন ও মিডেল অর্ডার ব্যাটার তাজ নেহার।
এক সিরিজ বাদে দলে জায়গা ফিরে পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মণি। দলের আরও জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা ইশমা তানজিম ও জান্নাতুল ফেরদৌস।
সর্বশেষ মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন ইশমা ও জান্নাতুল। যেখানে ৭ ম্যাচে ইশমা করেছেন ৩৩৬ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট (২১) শিকারি হয়েছেন জান্নাতুল। পাকিস্তানের লাহোরে আগামী ৫-১৯ এপ্রিল হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব।
৬ দলের বাছাইপর্বে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে মূল পর্বে। আগামী ৩ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে নিগার সুলতানাদের।
বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত স্কোয়াড:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার , ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।