নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন, নারীবিদ্বেষী উস্কানীমূলক বক্তব্য, মব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (১৪ মার্চ) সকালে সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে পল্টন মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুনা নূরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের নেতা কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল, খেতমজুর নেতা মোতালেব হোসেন, নারীনেত্রী রোকেয়া বেগম প্রমুখ।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আছিয়ার মৃত্যু আমাদেরকে লজ্জিত ও অপরাধী করে দেয়। রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা, এমন মৃত্যু কিভাবে ঘটে চলেছে? সারা দেশে অব্যাহত খুন, ধর্ষণ, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হচ্ছে। শুধু নতুন রাজনৈতিক দলকে উৎসাহ দিলেই গণতান্ত্রিক পরিবর্তন ঘটে না। মব সন্ত্রাসের প্রেক্ষিতে রহস্যময় নির্লিপ্ততা, উদ্যোগ গ্রহণে দীর্ঘসূত্রিতা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।’
কমরেড রুহিন হোসেন বলেন, ‘অবিলম্বে নূন্যতম সংষ্কার করে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করুন। জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে, জনগণের ম্যান্ডেটে সরকার গঠন না হলে, দেশে স্থিতিশীলতা আসবে না এবং অব্যাহত নারী নির্যাতন বন্ধ হবে না, গণমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না।’
কমরেড লুনা নুর বলেন, ‘বর্তমানে বাংলাদেশের নারী সমাজ ভয়াবহ সময় পার করছেন। চূড়ান্ত নিরাপত্তাহীনতা ও ছুটির মধ্য দিয়ে দিন পার করছে। শুধু যে ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়নের মাত্রা বেড়েছে তা নয়, জুলাইয়ের গণঅভ্যুত্থান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংবিধানবিরোধী অবস্থান থেকে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে এই অন্তর্বতী সরকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’
সমাবেশের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল বলেন, ‘আছিয়ার মৃত্যুতে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার খুন, ধর্ষণ কিংবা মব নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তো পারছেই না বরং তাদের নাকের ডগাতেই এই মব সন্ত্রাস চলছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না।’
এ সময় নেতারা সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।