বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মাগুরায় উগ্রবাদী ও বৈছা আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় হঠাৎ বীরদর্পে মিছিলের সামনে গিয়ে এক তরুণ মুক্তিযুদ্ধের অবিনাশী- “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন।
এ ঘটনায় মিছিলকারীরা হতচকিত হয়ে পড়েন। পরে উত্তেজনা সৃষ্টি হয়। মিছিলকারী উগ্রবাদীরা এসময় ওই তরুণকে আটক করে। পরে সেনাবাহিনী ওই তরুণকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
২৩শে মার্চ, রোববার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক তরুণের নাম ইউসুফ আলী (২০)।
জানা গেছে, মিছিলের সামনে এসে ইউসুফ বীরদর্পে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন। এ ঘটনায় বৈছা কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাকে হামলা করার জন্য ধাওয়া দেন। পরে তাকে আটক করে পিটুনি দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ উত্তেজিত লোকজনকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু উগ্রবাদীরা পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী এসে ওই তরুণকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
পরে পুলিশের একটি গাড়িতে তুলে তাকে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।”