লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে আজ ২৫ মার্চে বিকাল ৫ টায় ঘাতক দালাল নির্মূল কমিটির আহবানে জাতীয় গণহত্যা দিবস পালন ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ সময় লাখো শহীদ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। সাংস্কৃতিক সামাজিক ও রাজনীতিক সংগঠনসহ সর্বস্তরের প্রবাসী বাঙালির অংশগ্রহণে দিবসটি পালন করা হবে। প্রতিবছর লন্ডনে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ দিবসটি যথাযথ সম্মানের সাথে পালন করে আসছে।
যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুয়েল রাজ প্রবাসী বাঙালিদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘শুধিতে হবে ঋণ, চলে এসো গণসমাবেশে’। এই আহবানে সমবেত হবেন প্রবাসীরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে পাক হানাদার বাহিনি নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র আক্রমণ চালায়। লাখো বাঙালি এদিন প্রাণ হারান। কিন্তু এ রাতেই বিপন্ন বাঙালিরা প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ৯ মাস সশস্ত্র যুদ্ধের পর ১৬ ডিসেম্বর দেশ শত্রুমুক্ত হয়। বিশ্বের ইতিহাসে উদয় হয় জাতিরাষ্ট্র ‘বাংলাদেশ’।’ মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্ব বাঙালিকে আত্মনিয়ন্ত্রন অধিকার চিনিয়ে আনতে ২৫ মার্চের প্রতিরোধ যুদ্ধের প্রেরণা ছিল অভুতপূর্ব। ২৫ মার্চের গভীর রাতেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। যে বার্তাটি গণসূর্যের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। এরপর আর থামতে হয়নি। স্বাধীন জাতি, স্বাধীন দেশ অর্জিত হয়। ৩০ লক্ষ শহীদ ও ৪লক্ষ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়াই বিশ্বের মানচিত্রে।