।। জয় বাংলা রিপোর্ট।।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে যুক্তরাজ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ৩০ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। লন্ডনের সিডনি স্ট্রিটে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্ত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, লন্ডন আওয়ামী নেতা মামুন কবির চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, নর্থ লন্ডন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হক খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সোহেব আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশরিক জাগিরদারসহ আরো অনেকে।