ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় উগ্রবাদীরা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এসময় তারা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ারটেকার সাগর হোসেন নামে একজনকে পিটিয়ে আহত করে এবং মাইকের কিছু অংশ ভেঙে নিয়ে যায়।
২৬শে মার্চ, বুধবার সকাল ৯টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মাইকে ভাষণ বাজালে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ শহরের দেশ মাইক অ্যান্ড অডিও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের কেয়ারটেকার সাগর হোসেন মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিলেন।
এ সময় স্থানীয় কয়েকজন তাকে নিষেধও করে। কিন্তু এরপরও বঙ্গবন্ধুর ভাষণ চলতে থাকে। মাইকে এমন ভাষণ প্রচার শুনতে পেয়ে উগ্রবাদীরা সকাল ৯টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়। তারা কেয়ারটেকার সাগর হোসেনকে মারপিট করে এবং মাইক ভাঙচুর করে মাইকের হর্ন নিয়ে যায়।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন জানান, যেকোনো প্রোগ্রাম তিনিই মাইক ভাড়া করে থাকেন। আজও তিনি মাইক ভাড়া করেছিলেন এবং সাগরকে দেশাত্মবোধক গান বাজানোর জন্য নির্দেশ দিয়েছিলেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, এমন একটা ঘটনা শুনেছি কিন্তু থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।