।। জয় বাংলা রিপোর্ট।।
আজ যুক্তরাজ্যে ঈদুল ফেতর। গতকাল সৌদি আরবে চাঁদ দেখা হলে যুক্তরাজ্যে আজ ঈদের ঘোষনা দেওয়া হয। সকালে লন্ডনে ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, পশ্চিম লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদসহ কয়েকটি পার্কেও খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাঙালি ও মুসলিম সম্প্রদায় ঈদের জামাতে অংশ নেন। লন্ডনেও ঈদের আমেজ, আনন্দ উল্লাস ও কোলাকুলির মধ্য দিয়ে শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা বিনিমিয়ের মাধ্যমে ঈদউদযাপন করা হচ্ছে।
বাংলাদেশের মতো এখানেও বাঙালি সম্প্রদায়ের রকমারি খাবার তৈরি করা হয়েছে প্রতিটি ঘরে। প্রীতি বিনিময় ও একে অন্যের ঘরে খাবার গ্রহণের এতিহ্য এখানেও বিদ্যমান। সামাজিকতার এই মূল্যবোধ প্রবাস জীবনের কঠিন জীবনযাত্রায় অটুট রয়েছে।
গতকাল বিকেলে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল, গ্রীন স্ট্রিটসহ বিভিন্ন এলাকায় ‘হাতে মেহেদ’ লাগানোর আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়। লাইন ধরে তরুণী, মহিলা এবং শিশুরাও হাতে মেহেদী লাগাতে দেখা যায়। আনন্দমুখর এ দৃশ্য বাংলাদেশকে মনে করিয়ে দেয। দক্ষ মেহেদী নকশা আকিঁয়েরা সম্মানির বিনিময়ে মেহেদী লাগান। গত এক সাপ্তাহ ছিল হোয়াইট চ্যাপেল গ্রীন স্ট্রিট ও বেথনাল গ্রীনের পোশকের দোকনগুলোতে নতুন রকমারি পোশাক কেনাবেচার ধুম। বাংলাদেশের মতো ভীড়পুরুষের ভিড়ে এ সমস্ত এলাকা ছিল রমরমা। খাদ্য ও মিষ্টির দোকানগুলোতে ইফতারি আর গ্রোসারি দোকানে ছিল সওদাপাতি কেনাকাটার জন্য নারীপুরুষের উপস্থিতি।