।। জয় বাংলা রিপোর্ট।।
কয়েকদিন আগে এনসিপির নেতা সারজিস আলম বলেছেন, ড. ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই। আবার জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার বলেছেন, ড. ইউনুসকে প্রেসিডেন্ট দেখতে চাই।
এসব বক্তব্যকে যদিও তেমন আমল দেয়া হয়নি, কিন্তু এতে একটি বার্তা স্পষ্ট যে, নির্বাচন যদি ডিসেম্বরে বা জুনের মধ্যে অনুষ্ঠিত হয়, তবে এনসিপি বা জামাযাত দুই দলের কেউ ই নির্বাচনে জয়লাভ করে আসতে পারবেন না। এতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অন্য কোনো দলের ভাগে চলে যাবে। সুতরাং একে ঠেকাতে হবে। ঠেকানোর কায়দাটা ষড়যন্ত্রের মাধ্যমেই করতে হবে। তাই কোনো প্রক্রিয়ার মাধ্যমে ড. ইউনুসকে এনসিপি প্রধানমন্ত্রী করবে, সেটা ষড়যন্ত্রমূলক পন্থা ছাড়া আর কী উপায়ে সম্ভব তা কেউ ভেবে পাচ্ছেন না।এটা অনেকটা বালকসুলভ কথা হলেও এর মাঝে ষড়যন্ত্রের গন্ধ বিদ্যমান। অন্যদিকে,জামায়াতের এ দায়িত্বশীল নেতার ড. ইউনুসকে প্রেসিডেন্ট বানানোর টোপ দারুন লেগেছে। তার এ বক্তব্যে গভীর ষড়যন্ত্র লুকায়িত রয়েছে। ড. ইউনুস যাতে আরো একটু বেশি মায়ামমতা দেখান, এমন টোপ দিয়ে রাখলেন তিনি।
কেন এসব। সম্প্রতি নির্বাচন নিয়ে যত বিশ্লেষণ দেশের মিডিয়াতে চলছে, তাতে আসন্ন নির্বাচনে বিএনপি জয়লাভ করবে।যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামীলীগ সুযোগ পায় নির্বাচনে অংশ নেওয়ার, তবে শংকা থেকে যায়, আওয়ামীলীগ ক্ষমতায় চলে আসতে পারে। কেননা, আওয়ামীলীগ যত দোষ করুক, বর্তমান মবজাস্টিজের আমল থেকে দেশের মানুষ ভালো ছিল।সুতরাং আচমকা আওয়ামলীগ ঘুরে দাঁড়ালে এনসিপি বা জামায়াতের দশা মাটিতে মিশে যাবে। এই চরম অবস্থা যাতে সৃষ্টি নাহয়, সেজন্য একটা ষড়যন্ত্র তো অবশ্যই ষড়যন্ত্রকারিদের করতে হবে।তাই এমন কথা বাতাসে ছাড়া হচ্ছে।
মানুষ আন্দোলনে যোগ দিয়েছিল,সাদামাটাভাবে একটা কোটা সংস্কার আন্দোলনে। সরকারেরও পতন চায়নি। কিন্তু ঘটে গেল সরকার পতন। ষড়যন্ত্র যে এমন ঘটনার জন্ম দিয়েছে, তা ঘটনা ঘটার পরই দেশবাসী টের পেল।
তাই, চোখের সামনে যে মবজাস্টিজ সংস্কৃতি জন্ম নিলো, সেটা কোনো রাজনৈতিক সংস্কৃতি নয়, এটা একটা জোরজবরদস্তিরমূলক প্রক্রিয়া। কেননা, ষড়যন্ত্রকে টিকিয়ে রাখতে হলে, এমন হাম্বিতম্বি দেখাতে হবে, ভয় সৃষ্টি করতে হবে,দেখাতে খুব পাওয়ার বা শক্তি আছে। বাংলাদেশের মানুষ খুবই সতর্ক, এসব আমলে নেয় না। ভোটের সুযোগ এলে ফুতকারে এসব উুড়িয়ে দেবে, সেটা জেনেই নতুন চাল চালতে হচ্ছে। তা ষড়যন্ত্রই হোক, করতে হবে-ড. ইউনুসকে প্রধানমন্ত্রী চাই বা প্রেসিডেন্ট বানানো চাই। এটা তাদের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য নয়।
যাদের ষড়যন্ত্রের পথে হেঁটে অভ্যাস, তারা সুস্থ পথ দেখে না। সুস্থ রাজনীতি কাম্য হলে এমন ষড়যন্ত্রমূলক কথা মুখ থেকে কেমন করে বেরোয়। একটাই কারণ, তাদের ভোটের ওপর বিশ্বাস নেই। জনসমর্থন শুন্যের কোটায়, একে তো বাড়ানো যাবে না, তাই আরেকটা ষড়যন্ত্র মাঠে ছুঁড়ে দিয়ে নতুন খেলা শুরু করার পাঁয়তারা।