বুধবার ঘোষিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের প্রভাবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস নেমেছে। দেশে দেশে শুরু হয়েছে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
বুধবার ট্রাম্প বিশ্ব জুড়ে দেশভেদে সর্বোচ্চ ৫০ শতাংশ থেকে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন। ১৮০টি দেশ ও অঞ্চলের ওপর তার এই শুল্ক কার্যকর হবে। তার এই ঘোষণার পর টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ব জুড়ে শেয়ার বাজারে দরপতন অব্যাহত থাকে।
গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন এই শুল্ক যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে পণ্যের দাম বাড়াবে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে, কোভিড মহামারির পূর্বাভাসে বৈশ্বিক শেয়ার বাজারে ধস নেমেছিল। এরপর গত বুধবার যুক্তরাষ্ট্র ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজার সবচেয়ে বেশি দরপতন দেখেছে। নাইকি, অ্যাপল ও টার্গেটের মতো বড় মার্কিন কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের প্রত্যেকের শেয়ারমূল্য ইতিমধ্যে ৯ শতাংশের বেশি দরপতন দেখেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০০ কোম্পানির শেয়ারমূল্যের ওপর নজর রাখা এসঅ্যান্ডপি ৫০০-এর সূচকে বৃহস্পতিবার চার দশমিক আট শতাংশ দরপতন দেখা দেয়। এর ফলে এসব কোম্পানির বাজারমূল্য কমেছে প্রায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলার। ডাও জোন্স সূচক ৪ শতাংশ ও নাসডাক প্রায় ৬ শতাংশ দরপতন দেখেছে। বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে পতনের ধারা শুরু হয়।
শুক্রবার সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক দুই দশমিক সাত ও অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক এক দশমিক ছয় শতাংশ দরপতন দেখেছে। চীন ও হংকংয়ের শেয়ার বাজার ছিংমিং উত্সবের কারণে বন্ধ রয়েছে। এছাড়া, যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশের শেয়ার বাজারেও দরপতন দেখা গেছে। ইত্তেফাক/এনএন