তৌহিদি জনতার হুমকি চিঠি পেয়ে মহিলা সমিতি মিলনায়তনে ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী বাতিল করা হয়েছে।
চৈত্র সংক্রান্তী (রোববার) ও পহেলা বৈশাখ (সোমবার) উপলক্ষে ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনীর আয়োজন করেছিল ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল। মহিলা সমিতি মঞ্চে যেন কোনো নাটকের প্রদর্শনী করতে দেওয়া না হয়, সেজন্য হুমকি দিয়ে একটি চিঠি পাঠিয়েছে তৌহিদি জনতা নামের উগ্রবাদী একটি সংঘবদ্ধ দল।
নাটকের মহড়ার প্রস্তুতি শেষ হয়েছিল, অপেক্ষা ছিল মঞ্চে উঠার; এর মধ্যে প্রদর্শনী বাতিলের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো মহিলা সমিতি মিলনায়তন কর্তৃপক্ষ। রোববার ‘শেষের কবিতা’ নাটকের নির্দেশক নূনা আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে টানা দুই দিন এ নাটকের প্রদর্শনী হওয়ার কথা ছিল।
রোববার সকালে নূনা আফরোজ এই ঘটনার বিষয় উল্লেখ করে লিখেছেন, ‘‘এইমাত্র মহিলা সমিতি ফোন করে জানালো তৌহিদী জনতা তাদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনও প্রদর্শনী করতে দেয়া না হয়। আজ চৈত্রসংক্রান্তি এবং আগামীকাল পহেলা বৈশাখ আমাদের ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা। আমরা মহিলা সমিতিকে দুই দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন।আয়োজনের প্রতিটি সেক্টরে খরচ করা হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে এতদিন ধরে। আমরা মহিলা সমিতিকে বলেছি আপনারা প্রশাসনের সাহায্য নেন প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানালো, কতো কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের? সংস্কৃতি অঙ্গনের ও দেশের সচেতন মানুষেরা বলুন কী করবো? এমনই চলতে থাকবে?”