১৬ বছর কই ছিলেন বলা বিপ্লবীদের বয়সও কিন্তু ১৬ বছর! ১৬ বছর বঞ্চিত থাকা ছেলে/মেয়েটির বয়সও কিন্তু ১৬ বছর!
১৬ বছর থেকে ভোট দিতে না পারা ভোটারদের বয়সও কিন্তু ১৬ বছর! (তাদের ভোট দেওয়ার বয়সই হয় নাই, কারণ ভোটার-ই হয় ১৮ বছর বয়সে) ১৬ বছর ধরে সবচেয়ে বেশি ত্যাগী রাজনীতিবিদের বয়সও কিন্তু ১৬ বছর! (যদিও কোনদিন মামলা/হামলা হয়রানির শিকার হয় নাই, রাজনীতির ধারেকাছেও ছিলো না)
১৬ বছর থেকে নির্যাতিত, নিপীড়িত বালক/বালিকার বয়সও কিন্তু ১৬ বছর!… ১৬ বছর থেকে আওয়ামী লীগ সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করে এখন সমালোচনাকারী ভাই/বোনটির বয়সও কিন্ত ১৬ বছর!
১৬ বছর ধরে শেখ হাসিনা সরকারের শুভাকাঙ্ক্ষী, তেলবাজ, গুণগান কারী, সুবিধাভোগী এখন বিরুদ্ধে বলা বিপ্লবীদের বয়সও কিন্তু ১৬ বছর!…
১৬ বছর ধরে ভাই, বন্ধু ও আপনজন সেজে সকল ধরণের সুযোগ সুবিধা গ্রহণ করে এখন আপনার খবর-ই না নেওয়া আপনার ঘোর সমালোচক বন্ধুদের বয়সও কিন্তু ১৬ বছর!!… কি অস্থির একটা বিপ্লবী যারা জন্মের পরদিন থেকেই বঞ্চনার শিকার!!
সংগৃহীত