বর্ষিয়ান রাজনীতিক ড. কামাল হোসেন আমাদের মুক্তিযুদ্ধের একজন স্মারক কিংবদন্তী। তিনি বর্তমান বধির রাজনীতির প্রেক্ষাপটে সম্প্রতি একটি বক্তব্য রাখেন।তিনি বলেন,‘ জিয়া আমাকে স্যালুট করতো, স্যার বলতো : ড. কামাল হোসেন।
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন ‘জিয়া কখনও স্বাধীনতার ঘোষক নন। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নামে।কোন মেজরের ঘোষনায় নয়।ড. কামাল হোসেন আরো বলেছেন, জীবন সায়াহ্নে এসে আদর্শ বিকিয়ে দেবো না।
ড. কামাল হোসেন বলেন ‘মুক্তিযুদ্ধ আমরা করেছি, বঙ্গবন্ধুর সঙ্গে কারাগারে ছিলাম। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নাম নিতে হবে। জাতির পিতাকে স্বীকার করতে হবে। ইতিহাস বিকৃতি করে শেষ বয়সে এসে গাদ্দার হতে পারবো না। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। একমাত্র বঙ্গবন্ধুই হচ্ছেন, স্বাধীনতার ঘোষক।