নতুন নিয়ম জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। স্নাতক ও স্নাতকোত্তর, দুই ডিগ্রির পড়ুয়াদের জন্যেই নতুন ঘোষণা করল ইউজিসি। ২০২০ জাতীয় শিক্ষা নীতির (ন্যাশানাল এডুকেশন পলিসি ২০২০) আওতায় এই নিয়মের জেরে চলতি বছর থেকেই পড়ুয়ারা উপকৃত হবেন বলেই জানিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন।ইউজিসির নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে কোনও ডিগ্রি শুরুর এক, দুই, তিন অথবা চার বছরের মধ্যে পড়ুয়ারা নিজেদের ইচ্ছামতো শেষ করতে পারেন। সেই অনুযায়ী পয়েন্ট এবং ইউজি সার্টিফিকেট, ডিগ্রি, ডিপ্লোমা দেওয়া হবে। যেমন, যদি কেউ একবছরের মধ্যে ডিগ্রি শেষ করেন, তাহলে ৪০ পয়েন্ট এবং সার্টিফিকেট পাবেন। দু’বছর পর ডিগ্রি শেষ করলে, ৮০ পয়েন্ট এবং ডিপ্লোমা পাওয়া যাবে। তিন বছর পর শেষ করলে, ১২০ পয়েন্ট এবং জেনারেল ডিগ্রি মিলবে। চার বছর পর ১৬০ পয়েন্ট এবং গবেষণা সহ স্নাতক ডিগ্রি অর্জন করবেন পড়ুয়ারা।শুধু তাইই নয়, যেকোনও সময় কোর্স থেকে বেরিয়ে, পরবর্তীতে আবার সেখান থেকেই পড়াশোনা শুরু করতে পারবেন পড়ুয়ারা। ক্রেডিট সিস্টেমেও বদল আনছে ইউজিসি। এই ক্রেডিট অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটে জমা থাকবে। সারা দেশের যেকোনও বিশ্ববিদ্যালয়ে এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে এই ক্রেডিট ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা। পাশাপাশি একই সময়ে পড়ুয়ারা দু’টি ইউজি ও পিজি ডিগ্রিতে পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারবেন। তবে মেইন সাবজেক্টে প্রত্যেক পড়ুয়াকে কমপক্ষে ৫০ শতাংশ ক্রেডিট অর্জন করতে হবে। বছরে দু’বার অ্যাডমিশনের সুযোগ থাকবে। জুলাই বা আগস্ট এবং জানুয়ারি বা ফেব্রুয়ারিতে।