রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শাহ মোদাব্বির আলীর স্মরণসভায় অনুষ্ঠিত হবে রোববার ৪ মে পূর্ব লন্ডনের কর্মাশিয়াল রোডের এন্টারপ্রাইজ একাডেমীর হলরুমে।বিকাল ৭টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
স্মরণসভা কমিটির পক্ষে ভরি মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান,আবদুল আহাদ চৌধুরী ও জামাল আহেমদে খান এক বিজ্ঞপ্তিতে স্মরণ সভায় প্রবাসী সুহৃদস্বজন,বন্ধু-বান্ধব মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিক,বুদ্দিজীবী সাংবাদিক লেখক ও শুভানুধ্যায়ীদের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ সিলেট শহরে তাঁর নিজ বাসভবনে বাংলাদেশ সময় রাত ৮.১৫ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আজীবন রাজনীতিক এডভোকেট শাহ মোদাব্বির আলী বৃহত্তর সিলেট জেলা আওয়ামী লীগের (১৯৭২-৭৫)৩ বারের সাধারণ সম্পাদক ছিলেন।সিলেট মহকুমা আওয়ামীলীগেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৫ বাকশাল গঠিত হলে তিনি সিলেট জেলা বাকশালের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সিলেট জেলা বারের একজন সনামধন্য আইনজীবী। শাহ মোদাব্বির আলী মানিক মিয়া নামে তাঁর পরিচিতি ছিল সর্বাধিক।
শাহ মোদব্বির আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রণাঙ্গনের যোদ্ধাছাড়াও মুক্তাঞ্চল থেকে প্রকাশিত ‘জয় বাংলা’ পত্রিকায় সাংবাদিক হিসাবে কাজ করেন। এছাড়া ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দেশ শত্রমু্ক্ত হলে বিশ্বনাথ উপজেলার প্রথম প্রশাসক নিযুক্ত হন তিনি।
শাহ মোদাব্বির আলী খ্যাতিমান আইনজীবী, রাজনৈতিক ছাড়াও তিনি সমাজসেবী ও পরোপকারী হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন।
উল্লেখ্য, শাহ মোদাব্বির আলীর গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার বিখ্যাত ধর্মদা গ্রামের ‘পীরবাড়ি’। তাঁর পূর্ব পুরুষ হজরত শাহজালাল র:এর অন্যতম সঙ্গী ৩৬০ আউলিয়ার মধ্যে একজন সৈয়দ আদম খাকি র:।