।। জাকির তালুকদার।।
‘যদি’ ‘কিন্তু’ ‘হয়তো’ ‘অথবা’ বাদ দিন। রাজনৈতিক দল করেন আর না করেন সেই বিবেচনাও বাদ দিন। সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে মুক্তিযুদ্ধের অর্জনগুলিকে ফিরিয়ে আনার কাজে ঝাঁপিয়ে পড়ুন।
যখন জাতীয় সঙ্গীত গাইতে নিষেধ করা হয়, যখন গোলাম আজমের বাংলা বলে আমার দেশে আমাকে অনাহূত বানানো হয়, তখন প্রতিরোধে না নামা জীবনের নিকৃষ্টতম পাপ।
মুক্তিযুদ্ধের কথা জনে জনে বলুন, মুক্তিযুদ্ধের স্লোগানগুলিকে আবার আকাশে-বাতাসে ধ্বনিত করুন, মুক্তিযুদ্ধের গান শতকণ্ঠে গাইতে থাকুন, কবিতা পড়ুন, জীবিত মুক্তিযোদ্ধাদের পাড়া-মহল্লা, গ্রামে-গঞ্জে লাগাতার সম্মাননা দিতে থাকুন, মুক্তিযুদ্ধের বই পড়তে দিন সন্ততিদের।
সংগঠিত হোন। জোট বাঁধুন।
ওরা আঘাত হানছে একের পর এক। বড় আঘাত হানবেই। সরকারের ভেতরের মুক্তিযুদ্ধবিরোধী অংশ ওদের সর্বাত্মক সহযোগিতা করছে। প্রতিরোধের একটাই পথ। সংগঠিত হওয়া। সমবেত কণ্ঠে আওয়াজ তোলা।
লেখক: কথা সাহিত্যিক।