ইউনুস সরকারকে উৎখাত করে জনগণই জবাব দেবে
লন্ডন, আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রতিবাদ ও অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে বিকাল ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়্। সমাবেশে সহস্রাধিক আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত হন। সভায় অবৈধ ইউনুস সরকারের পদ্ত্যাগ দাবী করে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশের বক্তব্য রাখেন সাবেক মতস্য ও পানি সম্পদ মন্ত্রী আবদুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রবাস কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি মো. হরমুজ আলী, সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ। লন্ডন আওয়ামীলীগের সভাপতি লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, যুবলীগের সেলিম খানসহ আরো অনেকে। সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

বক্তারা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে বলেন, অবৈধ ইউনুস সরকারকে উৎখাতের মাধ্যমে সকল অনিয়ম ও চক্রান্তের বিরুদ্ধে জনগণই জবাব দিবে। বক্তারা ‘গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করে বলেন, এটি দেশের ইতিহাসে একটি ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের মানে হলো, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে নির্বাসনে পাঠানো এবং স্বাধীনতাবিরোধী ও উগ্রবাদী গোষ্ঠীর উত্থানকে উৎসাহ দেওয়া। বক্তারা দাবি করেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ইউনূস সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাসকে অস্বীকার করে একটি অপশক্তির পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র পরিচালনা করছে।বক্তারা নেতাকর্মীদের প্রতি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।