‘রিফাইন্ড আওয়ামী লীগকে’ রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে সম্প্রতি দাবি করেছেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এবার এ বিষয়ে মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।
তিনি এক সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি পদ পান। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকের বিশেষ সাক্ষাৎকারে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে খোলামেলা কথা বলেন বিএনপি নেতা ফজলুর রহমান। তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ হবে বলে আমি মনে করি না এবং হওয়ার প্রয়োজন আছে বলে সেটাও মনে করি না। রিফাইন্ড আওয়ামী লীগ হতে হলে যে ধরনের পরিবেশ পরিস্থিতি দরকার এটা বাংলাদেশে এখন নেই। রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কী বোঝায়? এটাকে নতুন করে করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নতুন করে করার কিছু নাই।
ফজলুর রহমান বলেন, আমি মনে করি আওয়ামী লীগ থাকবে। কারণ এই দেশের ৯৯ পারসেন্ট হলো বাঙালি জাতিসত্তার মানুষ। শুধু পাহাড়ি ১ পারসেন্ট লোক বাদ দিলে সমস্ত লোক বাঙালি। আর বাঙালি একটা রাজনীতি থাকবে। আর সেই বাঙালির রাজনীতিই হলো আওয়ামী লীগের রাজনীতি, যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রকাশিত এবং বিকশিত।
ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগ স্বতঃসিদ্ধ, মাটি ফুটে ওঠার মতো বাঙালি জাতিসত্ত্বার একটি রাজনৈতিক দল। আজকে বিপদে আছে কালকে থাকবে না। ঝড় আসলে বট গাছ নিচু করে দেয়, অনেক বট গাছের মাথা ভেঙে যায়, কিন্তু বটগাছ শেষ হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নেই। কাজেই এই রাজনীতিটা থেকে যাবে। তাহলে কে রিফাইন্ড আওয়ামী লীগ? রিফাইন্ড আওয়ামী লীগের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সেইভাবেই আসবে, তার চিন্তা চেতনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কাজেই নতুন আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু হবে বলে আমি মনে করছি না। ইত্তেফাক/আরআর