কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওড়ার সময় উড়োজাহাজের পেছনের একটি চাকা খুলে পড়ে যায়।
বিজি ৪৩৬ নম্বর ফ্লাইটে থাকা ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের উড়োজাহাজটিতে মোট ৭১ জন যাত্রী ছিলেন। চাকা খুলে পড়লেও শুক্রবার দুপুর ২টা ১৭ মিনিটে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ঘটনার পরপরই ফ্লাইটের পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে জরুরি অবতরণের অনুরোধ জানান। এ তথ্য পাওয়ার পর শাহজালাল বিমানবন্দরে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, “ফ্লাইট চলাকালে চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে উড়োজাহাজটি নিরাপদেই অবতরণ করেছে। বিষয়টি আমাদের প্রকৌশল বিভাগ তদন্ত করছে এবং কীভাবে এমনটি ঘটল, তা খতিয়ে দেখা হবে।”
উল্লেখ্য, ফ্লাইটটি কক্সবাজার থেকে যাত্রা শুরু করেছিল শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে এবং পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।