১৮ মে: সম্প্রতি সিলেটের আওয়ামী নেতা শাহ আসাদুজ্জামানের বাসায় বিএনপি ও জামাতের হামলা,ভাঙচুর ও টাকা লুটের খবর পাওয়া গেছে। গত ১৬ মে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা গেছে, লাটিসোটা নিয়ে একদল যুবক সিলেট শহরের আখালি এলাকায় শাহ আসাদুজ্জামানের বাসায় হামলায় করা হয়। হামলাকারিরা বাসায় প্রবেশ করে শাহ আসাদুজ্জামানকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাসার আসবাবপত্র, জানালাসহ জিনিসপত্র ভাঙচুর শুরু করে তারা। এ সময় আসাদুজ্জামান বাসায় ছিলেন না। বাসায় থাকা লোকজন আসাদুজ্জামান কোথায় তা তারা জানেন না বলে জানালেও তাদের হুমকি ধামকি দিয়ে বাসায় থাকা ২০ হাজার টাকা লুট করে। তারা ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারিরা বিএনপি ও জামাতের কর্মী।
উল্লেখ্য, শাহ আসাদুজ্জামান বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি। সম্প্রতি প্রয়াত আওয়ামীলীগ নেতা শাহ মোদাব্বির ভাতিজা।