আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মর্মে নির্বাচন কমিশনের এক নির্বোধ সদস্যদের অনভিজ্ঞতাসম্পন্ন বালখিল্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।এক বিবৃতিতে তিনি বলেন, অবৈধ ও অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস সরকার জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখল করেছে। এই অবৈধ সরকারের অধীনে সকল প্রতিষ্ঠান ও সংস্থাও অবৈধ। সুতরাং এই নির্বাচন কমিশনও অবৈধ। যাদের নিজেদের কোনো বৈধতা নেই তারা অন্যের কাজের বৈধতা দেবে কীভাবে? এই নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবে? না, তাদের নির্বাচন করার ইচ্ছা আছে? নির্বাচন ইস্যুতে তারা টালবাহানা করে সময় ক্ষেপণ করবে বলেই একের পর এক নাটক মঞ্চস্থ করছে। যখন সারা বাংলাদেশ গণতন্ত্রের প্রসববেদনায় কাতর তখন অবৈধ সরকার দেশবিক্রির পাঁয়তারা করছে। আর সেটাকে আড়াল করতে এই অবৈধ সরকার আওয়ামী লীগ নিয়ে লাগাতারভাবে একের পর এক অনভিপ্রেত নাটকের মঞ্চস্থ করে যাচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠান। যার শেকড় অনেক গভীরে প্রোথিত। গণমানুষের আস্থার রাজনৈতিক প্রতিষ্ঠানকে নিয়ে এই অবৈধ অসাংবিধানিক দখলদার ইউনূস গংদের ছেলে ভোলানো নাটক দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। ইতিমধ্যে তারা ফুঁসে উঠেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাস চালিয়ে অসংখ্য উপায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দমাতে পারেনি জুলুমবাজ ফ্যাসিস্ট ইউনূস গং। গতকাল রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল ও গগণবিদারী স্লোগানই তার প্রমাণ। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের পাশাপাশি নিজেদের অধিকারও আদায় করে নেবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করার আগে এদের জানা উচিত যে, আওয়ামী লীগ এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাবে কিনা?
বিবৃতিতে তিনি বলেন, এই অবৈধ দখলদার গোষ্ঠী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ থেমে থাকবে না। বরং জনগণের নিকট আওয়ামী লীগের আবেদনই আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার অলিখিত সনদ। আর এই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আওয়ামী লীগ অগণতান্ত্রিক এই ফ্যাসিস্ট ইউনূস গংদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। মুজিব আদর্শের সৈনিকরা তাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাবে। দেশ বিক্রির চক্রান্তকে পরাভূত করবে। জনগণতান্ত্রিক সেই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে, ইনশাল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। তারিখ: ১৯ মে ২০২৫