Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ব্রিকলেন জামে মসজিদে গোপালগঞ্জে হত্যার শিকার শহীদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

    July 18, 2025

    যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও  ছাত্রলীগের ডাকে ২০ জুলাই ‘সর্বাত্মক হরতাল’-এর সমর্থন আওয়ামী লীগের

    July 18, 2025

    গোপালগঞ্জে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    July 18, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ড. মুহাম্মদ ইউনূস নিয়ে আমার পর্যবেক্ষণ: দরিদ্র মানুষের জন্য ভয়াবহ লোক
    Economics

    ড. মুহাম্মদ ইউনূস নিয়ে আমার পর্যবেক্ষণ: দরিদ্র মানুষের জন্য ভয়াবহ লোক

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 22, 2025No Comments6 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।।আরিফুজ্জামান তুহিন ।।

    ১.

    ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের  দরিদ্র মানুষের জন্য ভয়াবহ এক লোক। তার উদ্ভাবিত ক্ষুদ্র ঋণ গরিব মানুষের জন্য শুধু অভিশাপই নয়-গোটা গ্রাম ছারখার করে দিয়েছে।

    আমার একটা ছোট গবেষণা ছিল। সেখানে যা বেরিয়ে এসেছিল সেটা ভয়াবহ।

    সেখানে পাওয়া গেছে, কিস্তি নেবার ফলে ঋণ গ্রহিতা একটা দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে পড়েছে। সেই চক্র ভেদ করতে গিয়ে, আবারও অন্য এনজিওর কাছ থেকে ঋণ নিয়েছে। এভাবে একের পর এক এনজিওর ঋণে সে আবদ্ধ হয়েছে। যারা এই ঋণ শোধ করতে পারেনি তাদের কেউ কেউ এলাকা ছেড়ে চলে গেছে। ঢাকায় আমি কয়েকজন গৃহপরিচারিকাকে চিনি যারা গ্রামে এনজিওর কিস্তি শোধ করতে চারটে বাড়িতে ১৫ ঘন্টা খাটেন। এর মধ্যে একজন পুষ্টিতে ভুগে অল্প বয়সে মারা গেছেন। শেষ সময় ওই নারীটি ভাবতেন তাকে জিনে ধরেছে, সে কারণে ঝাড়ফুক করতেন। তিনি বিশ্বব্যাংকের পাশে থাকা (বিশ্বব্যাংক তখন ওখানে ছিল) পরিবাগ বস্তিতে থাকতেন। আমি তার জন্য বেশ কয়েকবার মুরগি, ফল কিনে নিয়ে গেছি। একবার ঢাকা মেডিকেল কলেজেও ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি বাঁচেন নি। তারা এই মৃত্যুর পেছনে এনজিও ঋণ প্রধানভাবে দায়ি বলে আমি মনে করি। এরকম অসংখ্য মৃত্যু, পরিবার বিচ্ছিন্ন, মানুষের   হাহাকারের গল্প আমরা জানি না। আমরা শুধু ইউনূস সাহেব ও আবেদ স্যারকে দেখি। আর নোবেলের কথা ভাবি, নাইট পুরষ্কারের কথা ভাবি। কারণ আমাদের ভাবনাগুলো এর বেশিদুর যেতে পারে না।

    ক্ষুদ্র ঋণ নেয়া হয় নারীর নামে। ফলে কিস্তির সময় পুরুষটি ভয়ে বাড়ি থাকে না। সামলাতে হয় নারীকে। অনেক পুরুষরা আমাদের অভিযোগ করেছেন, ‘তার স্ত্রী আর তার নেই। এনজিওর হয়ে গেছে।’ অনেকের বিবাহ বিচ্ছেদ হয়েছে এসবকে কেন্দ্র করে।

    যেহেতু নারীকে ঋণ দেয়-সে কারণে কিছু কিছু পুরুষ একাধিক সমিতি থেকে ঋণ নিয়ে ওই নারীকে গ্রামে রেখে নিজে উধাও হয়েছেন। স্বামী ফেলে গেছেন, অসহায় নারীটিকে সারা জীবন ঋণের বোঝা নিয়ে বাচতে হচ্ছে।

    এতে ঘরে ঘরে অশান্তি হয়েছে, নানান ধরনের সামাজিক সম্পর্কের বিন্যাস হয়েছে।

    সব থেকে বড় সংকট হয়েছে, মানুষের প্রোটিনে ঘাটতি পড়েছে। কারণ বাড়িতে যে ডিম হতো, গাছে যে লাউ ও অন্যান্য সবজি হতো সেসব বিক্রি করে কিস্তির টাকা শোধ করেছে। এর ফলে  পরিবারের সদস্যরা প্রোটিন কম নিয়েছে। এর ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারের নারী সদস্যরা। কারণ খাবার কম হলে নারীরাই তার প্রথম ভিক্টিম হন। দেখবেন, যে পরিবারে অভাব আছে সেখান মা কম খান, নিজে ডিম না খেয়ে ছেলেকে দেন বা স্বামীকে দেন।

    ফলে ইউনূসের মডেল নারীর ক্ষমতায়নের বদলে বরং ওইসব ঋণ নেয়া  নারীর স্বাস্থ্য ভেঙ্গে দিয়েছে। যে কোনো সংকটে খাদ্য ঘাটতিতে সব থেকে অসহায় ও খারাপ জায়গায় চলে যায় নারী। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে বাড়ির  উঠতি মেয়েটাকে ডিম খেতে দেয়া হয় না, সেটা ছেলেটার জন্য রাখা হয়। আর ঘরের অধিকাংশ পুরুষ খোজ নেননা স্ত্রী আদৌ খেয়েছেন কিনা।

    ক্ষুদ্র ঋনের প্রভাব ও দারিদ্র বিমোচনের কর্মসূচি নিয়ে প্রকৃতই আরও নিবিড় গবেষণা হওয়া দরকার ছিল।

    আর দারিদ্র বিমোচন একটা পুরানকথা। বিশেষত এনজিও মডেলে। দেশের সব থেকে দরিদ্র পিড়িত জেলা কুড়িগ্রাম। যেখানে অর্ধেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করেন।

    কুড়িগ্রাম থেকে দুনিয়ার সব থেকে বড় এনজিও ব্র্যাকের যাত্রা শুরু হয়েছিল। কুড়িগ্রামের মানুষের ভাগ্য বদলাতে পারেনি ব্র্যাক, কিন্তু ব্র্যাকের ভাগ্য পরিবর্তন হয়েছে। ফজলে হাসান আবেদ থেকে ফজলে হাসান আবেদ স্যার হয়েছেন। দেশী এনজিও আন্তর্জাতিক জায়ান্ট এনজিও হয়েছে।

    কিন্তু কুড়িগ্রামের মানুষের ভাগ্য বদল করতে পারেনি গ্রামীণ ব্যাংক, ব্র্যাক সহ এনজিও। আরেকটি তথ্য নিন, কুড়িগ্রামের প্রতি ১ কিলোমিটারের মধ্যে একটি এনজিও আছে। বাংলাদেশে যত প্রকার, যত ধরনের এনজিও আছে সবগুলোই কুড়িগ্রামে আছে।

    আমার পর্যবেক্ষণ হলো, যেখানে যত এনজিও সেখানে তত দরিদ্র মানুষ। এনজিওগুলো মূলত দরিদ্র কালচার করে, তারা এটা জিইয়ে রাখে। মহাজনরা যেমনটা করতেন।

    ২.

    ওয়ান ইলেভান হয়েছে, মানে ২০০৭ সালের ১ জানুয়ারি একটা সামরিক ক্যু হয়েছে। সেই ক্যু’র সরকারের সামনে এনজিওদের প্রতিনিধিরা থাকলেও পেছনে ছিল সামরিকতন্ত্র ও আমলারা। সেই সরকার ঘরের মধ্যেও আলাপ আলোচনা নিষিদ্ধ করে দেয়, সেটার সুশিল নাম ছিল ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ।

    অথচ ড. মুহাম্মদ ইউনূস একটা দল খুলতে চাইলেন সেটার কার্যক্রম চালানোর জন্য তিনি হটলাইন খুললেন। অফিস নিলেন। সেই রাজনৈতিক কর্মকান্ডকে মিলিটারি ব্যাক সরকার নিষিদ্ধ করল না।

    এসবের সঙ্গে মিডিয়া জড়িয়ে পড়েছিল, একটা প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান যুক্ত ছিল। সে সময় আমরা শুনতে পেতাম, এটা তাদেরই সরকার। তারাই নতুন বাংলাদেশকে নির্মাণ করবে। আফসোস, আজকে তারাই আবার গণতন্ত্র ও মত প্রকাশের কথা বলছে।

    সে সময় আবার চট্টগ্রাম বন্দর আমেরিকাকে দেবার কথা হচ্ছিল। ড. মুহাম্মদ ইউনূস সেই দিয়ে দেয়ার পক্ষে ছিল এমনটাই বোঝা যাচ্ছিল। আমরা বুঝতে পারতেছিলাম, একটা মহাসর্বনাশ ঘটতে যাচ্ছে। কারণ ততক্ষণে ওয়ার অন টেরর প্রকল্পে দুনিয়া যুক্ত হয়েছে। বাংলাদেশের ভূখন্ডে মার্কিন সৈন্যরা আসলে কি হবে আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম।

     আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্ট্রাসের ছাত্র। আমাদের অনার্সের সমাবর্তনের তারিখ ঘোষণা হয়। সমাবর্তনে আসবেন ড. মুহাম্মদ ইউনূস। আমরা অল্পকিছু মানুষ ড. মুহাম্মদ ইউনূসের আসার বিরোধীতা করি। তখন জরুরী অবস্থা চলায় মিটিং মিছিল নিষিদ্ধ।

    এরকম পরিস্থিতির মধ্যে আমরা ক্রিয়াশীল ডানপন্থি ও বামপন্থি সকল ছাত্র সংগঠনের সঙ্গে আলাপ করেছিলাম। কেউ সেদিন ড. মুহাম্মদ ইউনূসের  আসার বিরোধীতা করে সরাসরি মাঠে নামার সাহস দেখায়নি।

    সেদিন  ড. মুহাম্মদ ইউনূসের বিরোধীতা করে প্রথম স্লোগান কলাভবনের ভেতর  থেকে শুরু হয়। মিডিয়া আমাদের ছেকে ধরেছিল। আমরা খুব পরিষ্কার ভাষায় বলেছিলাম, সব দলের রাজনীতি বন্ধ রেখে ড. মুহাম্মদ ইউনূসের  দল করার রাজনীতি চালু রাখাটার মধ্য দিয়ে এই সরকারের ইচ্ছেটা প্রকাশ করেছে। ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণে গোটা দেশের মানুষের সর্বনাশ ঘটেছে। এরকম একজন বির্তকীত লোকের হাত থেকে আমাদের সনদ আমরা নেব না। তাকে বয়কট করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ড. মুহাম্মদ ইউনূসের কোনো জায়গা নেই।

    সেরকম সময় এই বক্তব্য দেয়া অত্যান্ত ঝুকিপূর্ন ও সাহসের ব্যাপার ছিল।

    আমাদের মিছিল যখন  কলভাবনের মেইন গেটের সামনে আসে তখন গুনে গুনে ২৮ জন ছিলাম আমরা। সেই মিছিলকে গোটা ক্যাম্পাসের লোকেরা আতঙ্ক নিয়ে দেখছে। এমন কী সেদিন সাদা পোষাকে অসংখ্য পুলিশ ছিল, তারা ভ্যাবাচেকা খেয়ে যায়। কারণ এর কয়েকদিন আগে থেকে আমরা লিফলেট বিলি করছিলাম ড. মুহাম্মদ ইউনূসকে বয়কট করে ও মিছিল সমাবেশের কর্মসূচির কথা বলছিলাম। সে কারণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ছিল।

    আমার মনে আছে, গোটা কলাভবন প্রদক্ষিণ করে লাইব্রেরির সামনে যখন সমাবেশ শেষ হলো, তখন অন্যান্য ছাত্র সংগঠনের নেতা কর্মীদের চোখে রিতিমত শর্ষের ফুল। কারণ জরুরী অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করছে, ড. মুহাম্মদ ইউনূসের বিরোধীতা করা হচ্ছে এটা রিতিমত বিস্ময়ের ও সাহসের ছিল।

    সেদিন খুব খারাপ লেগেছিল একটা বিষয়। একজন বামপন্থি ছাত্র নেতা সেদিন মধুর কেন্টিন থেকে একটু সামনে ডাকুস সংগ্রহসালার সামনে দাড়িয়ে ডিবি পুলিশের সাথে কথা বলছিলেন। ডিবি পুলিশ আমাদের প্রত্যেকের ছবি ও ভিডিও করেছিলেন। সেই ছবি দেখিয়ে চিনিয়ে দিচ্ছিলেন তিনি। কে কোন হলে থাকে তা বর্ননা করছিলেন।

    মধুর কেন্টিনে ঢোকার সঙ্গে সঙ্গে বিষয়টি আমরা বুঝতে পারি। সেদিন মধুর কেন্টিনের ছেলেগুলো আমাদেরকে রক্ষা করেছিলেন। তাদের লুঙ্গি, কালিঝুলি মাখানো ফতুয়া পরতে দিয়েছিল। আর দিয়েছিল বাজার করার টুকরি। সেদিন মিথুন (মিথুন ছাত্র ইউনয়ন করত। এখন মনে হয় বিসনেস স্টান্ডার্ডের সাংবাদিক) আমাদের মুখে তেল ও কালি ঝুলি মাখিয়ে মেকাপ করে দিয়েছিল। আমি যখন আমার বান্ধবীর সামনে নিয়ে মাথায় টুকরি নিয়ে হেটে গেলাম, তিনিও আমাকে চিনতে পারেননি।

    সেই ভয়াবহ রাষ্ট্রীয় হয়রানির কথা মনে থাকবে চীরদিন।

    ড. মুহাম্মদ ইউনূসের বিষয় আমার ফয়সালা বহু আগেই শেষ হয়েছে। নতুন করে সেখানে যোগ হয়েছে, নিজের দেশের বিরুদ্ধে আমেরিকার কাছে নালিশ করার মত জঘন্য বিষয়।

    ড. মুহাম্মদ ইউনূস কতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন বা এখনো চেষ্টা করছেন তার নমুনা হলো হিলারি ক্লিনটনকে পর্যন্ত ব্যবহার করা। আর এ জন্য ক্লিনটনের ফাউন্ডেশনে তিনি গ্রামীন ব্যাংক ও  গ্রামীণ রিসার্চ থেকে আড়াই লাখ ডলার দিয়েছিলেন। এই দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

     ফলে,  অন্যান্য মানুষের মত ড. মুহাম্মদ ইউনূস নিয়ে আমার কোনো আদিখ্যেতা নেই।

    আমি গ্রাম থেকে উঠে আসা মানুষ। আমি গ্রামের মানুষের সংকট বুঝতে চাই, বোঝার চেষ্টা করি। আমি শহুরে মানুষের চোখ দিয়ে গ্রাম দেখি না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমিথ্যাচারে জর্জরিত প্রেস উইং রম্যরসের পাত্রে পরিণত
    Next Article   ঢাকা বোট ক্লাবের অবৈধ স্থাপনা উচ্ছেদ
    JoyBangla Editor

    Related Posts

    শুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে ১০ লাখ পোশাক শ্রমিক

    July 16, 2025

    শেখ হাসিনার কৌশলগত নীতিতেই রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি

    July 13, 2025

    যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক: বাংলাদেশে কিছু পোশাক অর্ডার স্থগিত করেছে ওয়ালমার্ট

    July 12, 2025

    যুক্তরাষ্ট্রের শুল্কারোপে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশের পোশাক খাত

    July 11, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্রিকলেন জামে মসজিদে গোপালগঞ্জে হত্যার শিকার শহীদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

    July 18, 2025

    যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও  ছাত্রলীগের ডাকে ২০ জুলাই ‘সর্বাত্মক হরতাল’-এর সমর্থন আওয়ামী লীগের

    July 18, 2025

    গোপালগঞ্জে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    July 18, 2025

    শান্তির হ্যাটট্রিক, ৪-১ গোলে ভুটানকে উড়িয়ে বাংলাদেশের জয়

    July 17, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ব্রিকলেন জামে মসজিদে গোপালগঞ্জে হত্যার শিকার শহীদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

    By JoyBangla EditorJuly 18, 20250

    ১৮ ই জুলাই শুক্রবার বাদ জুমা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে গোপালগঞ্জে হত্যার শিকার শহীদ…

    যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও  ছাত্রলীগের ডাকে ২০ জুলাই ‘সর্বাত্মক হরতাল’-এর সমর্থন আওয়ামী লীগের

    July 18, 2025

    গোপালগঞ্জে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    July 18, 2025

    বায়তুল মোকাররমে ‘জঙ্গি, জঙ্গি’ স্লোগান, আল-কায়েদার পতাকা হাতে মিছিল

    July 18, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্রিকলেন জামে মসজিদে গোপালগঞ্জে হত্যার শিকার শহীদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

    July 18, 2025

    যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও  ছাত্রলীগের ডাকে ২০ জুলাই ‘সর্বাত্মক হরতাল’-এর সমর্থন আওয়ামী লীগের

    July 18, 2025

    গোপালগঞ্জে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    July 18, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.