বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের বেসামরিক প্রশাসন এক ভয়াবহ দখলদারিত্বের শিকার হয়েছে। ইউনূস দ্বারা নিয়োগপ্রাপ্ত চারজন প্রধান আমলা ক্যাবিনেট সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোঃ সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এরা সবাই অবসরে যাওয়া কর্মকর্তা। অথচ এই চারজনকেই চুক্তিভিত্তিক নিয়োগ ও দ্রুত পদোন্নতির মাধ্যমে প্রশাসনের শীর্ষস্থানে বসানো হয়েছে।
এদের নিয়োগের মাধ্যমে ইউনূস পুরো বেসামরিক প্রশাসনকে নিজের অনুগত করে ফেলেছে। সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা কোনো কার্যকর পদক্ষেপ নিতে গেলেও সিভিল প্রশাসনের সহযোগিতা ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়। অথচ এই চার আমলা মূলত ইউনূস সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ ফাইল, সিদ্ধান্ত, বা অর্ডার সেনাবাহিনীর পরামর্শ উপেক্ষা করে কৌশলে আটকে রাখা হচ্ছে। এর ফলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। সেনাবাহিনী যতই সঠিক পরিকল্পনা করুক, এই আমলারা তা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।
এদের এখনই সরানো না হলে দেশের স্বাধীনতা, স্বার্থ ও প্রশাসনিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে। জনগণ এখন প্রশ্ন করছে রাষ্ট্র কি কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তার হাতে জিম্মি হয়ে পড়বে? দেশের স্বার্থে এই চারজনকে অবিলম্বে অপসারণ করা এবং স্বাধীন প্রশাসন নিশ্চিত করা সময়ের দাবি।