মনজু ইসলাম বাঙালি জাতির একজন সাহিত্যদূত
জয় বাংলা রিপোর্ট
লন্ডন, ২২ জুন: লেখক মনজু ইসলামের উপন্যাস ‘গডজিলা এন্ড বার্ড সং’ এর প্রকাশনা লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে সাংস্কৃতিক সংগঠন সৌধের উদ্যোগে এ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি ছাড়াও বহজাতিক গুণী সাহিত্যিক, গবেষক, বোদ্ধা পাঠক ও সংস্কৃতিসেবীরা।
সৌধের পরিচালক কবি টি এম কায়সারের উপস্থাপনায় উপন্যাস ‘গডজিলা এন্ড বার্ড সং’ নিয়ে লিখিত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মানাসী কামাল,কুইনমেরী ইউনিভার্সিটির রিডার ইন গেøাবাল সিনেমার গবেষক ড. আসভনিদেবোসুন্দারাম,মূলধারার লেখক কামালা আচু, লেখক নাজ ইয়াকুব,এক্টিভিস্ট জেসমীন চৌধুরী, রেওয়ান মাহমুদ, জহন ফারনধান, কবি ড. ডেভিড লী মরগান।
বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সমাজ জীবন ভিত্তিক প্রেক্ষাপট নিয়ে মনজু ইসলাম এই উপন্যাসটি লিখেন। ইংরেজি ভাষায় লেখা এই উপন্যাসের মাধ্যমে বিশ্বপরিসরে বাঙালি জীবন সংগ্রামকে তুলেধরার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বক্তা ও আলোচকরা বলেন, মনজু ইসলাম বাঙালি জাতির একজন সাহিত্যদূত। এই একনিষ্ট লেখক দীর্ঘদিন যাবত লন্ডনে বসবাস ও অধ্যাপনা করছেন। বাংলা সংস্কৃতি ও নৃতাতাত্তি¡ক পরিচয় বহন করে তিনি যে সাহিত্যযাত্রায় নিবিষ্ট রয়েছেন, তা গৌরবের ও অসামান্য।
প্রশ্নোত্তর পর্বে যুক্ত হন সংস্কৃতিজন এনায়েত সারওয়ার,ধনজয় পাল। ধ্রæপদী সঙ্গীতের শিল্পী ও সাংস্কৃতিক দূত চন্দ্রাচক্রবর্তীর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।