জয় বাংলা রিপোর্ট
লন্ডন, ২২ জুন: চিত্রশিল্পী তারেক আমিনের দ্বিতীয় একক লন্ডন প্রদর্শনী শুরু হয়েছে পূর্ব লন্ডনে। বিপুল সংখ্যক শিল্পবোদ্ধা দেশি-বিদেশী দর্শক, মিডিয়া এবং ব্র্রিটেনের কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে এ প্রদর্শনীর উদ্ধোধন হয়।
চিত্রশিল্পী ফখরুজ্জামানের সহযোগিতায় শিল্পী তারেক আমিনের বিভিন্ন শিল্পমাধ্যমের কাজ দিয়ে এই প্রদর্শনী বিন্যস্ত ছিল মুগ্ধতাপূর্ণ। লন্ডনে বহুদিন পর একজন বাংলাদেশী শিল্পীর চিত্রশিল্প প্রদর্শনী ছিল উল্লেখ্যযোগ্য। ২০ জুন থেকে ২৭ জুন চলবে এই প্রদর্শনী। স্থান পূর্ব লন্ডনের গ্রেটারেক্সস্ট্রিটের স্পিটাফিল্ড স্টুডিও।
শিল্পী ফকরুজ্জামানের উপস্থাপনায় উদ্ধোধনী সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, কথাসাহিত্যিক প্রফেসর ড. মনজু ইসলাম, চলচ্চিত্র ও নাট্যশিল্পী শম্পা রেজা, কবি শামীম আজাদ, ব্রিটিশ কবি ডেভিড লী মর্গান, কাউন্সিলর কামরুল ইসলাম, সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা ও চিত্রশিল্পী তারেক আমিন।
বাংলাদেশের প্রকৃতি, জীববৈচিত্র ও জীবনের বহুমত্রিক চিত্র ছাড়াও বিলেতের প্রকৃতি ও জীবন জীবনভিত্তিক চিত্র দর্শকদের প্রশংসা কুড়ায়। প্রথম দিনেই বেশ কয়েকটি চিত্র বিক্রি হয়েছে বওে জানা যায়।
উল্লেখ্য, শিল্পী তারেক আমিন ঢাকা বিশ^বিদ্যলয়ের চারুকলা বিভাগ থেকে চিত্রশিল্পে উচ্চতর ডিগ্্ির অর্জন করেন। তিনি চিত্রশিল্পে জাতীয় পুরস্কার লাভ করেন ২০১৭ সালে। এছাড়া আরো ৯টি পুরস্কার লাভ করেন তিনি বিভিন্ন মাধ্যমে। শিল্পী তারেক আমিনের বাড়ি ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের মন্ডলপুর গ্রামে। জন্ম ১৯৮১ সালে। এই তরুণশিল্পী শৈশবে মরমী কবি গিয়াস উদ্দিন আহমেদের সান্নিধ্যধন্য এবং চিত্রশিল্পী হতে তাঁর অনুপ্রেরণা ছিল বলে তিনি জানান।