লন্ডন, ২৮ জুন: সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যে’র উদ্যোগে ‘ত্রয়োদশ ‘বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর, ২০২৫, রোব ও সোমবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এবারের এ আয়োজন ত্রয়োদশতম আসর।
অতীতের মতো এ বছরও বাংলাদেশ ও বর্হিবিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠক, লেখক, সাহিত্যিক ও প্রকাশকেরা অংশ গ্রহণ করবেন। গত ২৩ জুন পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কার্যনিবাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কবি মুহাম্মদ ইকবাল। সভা পরিচারণা করেন সাধারণ সম্পাদক কবি উদয় শংকর দূর্জয়।
প্রতিদিন বইমেলার পাশাপাশি চলবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সেমিনার, কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, অতিথি শিল্পীদের সঙ্গে বিলাতের খ্যাতিমান শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, নৃত্যসহ নানা পরিবেশনা।
বইমেলা প্রতিদিন দুপুর ১ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বাংলা, বাঙালি ও বাংলা ভাষায় অন্যতম চারণভূমি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৫’ সফল করতে দল, মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা ও সপরিবারে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি