ইউনূস সরকারের ব্যর্থতা ও উদাসীনতায় মব সন্ত্রাস থামছেই না। এবার বাড়ি ঘেরাও করে কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ মব হামলার ঘটনা ঘটেছে। একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
৩রা জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় গ্রামবাসী বাড়ি ঘেরাও করে পরিবারের চার সদস্যকে বেদম পেটাতে থাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল। রুবি আক্তারের আরেক মেয়েকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মব সন্ত্রাসীরা ‘মাদক ব্যবসায়ী’ তকমা দিয়ে বাড়িটি ঘেরাও করে ফেলে। পুলিশও কোন ব্যবস্থা নেয়নি। প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় তিনজনকে। অথচ এ ধরনের নৃশংস গণপিটুনি ঠেকাতে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, বরং প্রশাসনের নির্লিপ্ততা এবং বিচারবহির্ভূত মনোভাবই মব-শাসনের পথ প্রশস্ত করছে বলে মনে করছেন স্থানীয়রা।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত থাকলেও হত্যাকাণ্ড ঠেকাতে পারেনি কেউ। বরং ঘটনার পর প্রশাসন যেন তদন্তের নাটক শুরু করেছে। প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটলেও নীরব ছিল প্রশাসন।
কোনো প্রমাণ ছাড়া ও বিচারপদ্ধতিকে পাশ কাটিয়ে মানুষকে হত্যা করার প্রবণতা দিন দিন বাড়ায় উদ্বেগ জানিয়েছেন সুধীজন। সরকারের উদাসীনতার কারণে মব সন্ত্রাস থামছেনা বলে অভিযোগ তাদের।