এই নারী ফুটবল দল বিদেশ থেকে একের পর এক বিজয়ীর শিরোপা নিয়ে আসছে, বিজয়ী হয়ে ফিরছে। তাদের সংবর্ধনা দেওয়া হলো- সেখানে কোনো আর্থিক প্রণোদনার কথা ছেল না। অথচ ক্রিকেট দল বিদেশ থেকে কোনো খেলায় জিতে এলে খেলোয়াড়দের গাড়ি-বাড়ি-নগদ আর্থিক প্রণোদনা দিতে দেখেছি আমরা।
এখন দেখছি ঋতুপর্ণারা বেতনই পাচ্ছেন না।
কেন এই বৈষম্য??