নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই রঙিন ইতিহাস লিখেছে বাংলাদেশ। অভিষেক আসরেই পদক জয়ের স্বাদ পেয়েছে মেয়েরা। রোববার সকালে চীনের দাজহুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের কিশোরী দল। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার। তিনটি গোল করেন আইরিন, একটি করে গোল আসে অধিনায়ক মুক্তা খাতুন, শারমিন আক্তার ও তামান্না আক্তারের স্টিক থেকে।
এবারের টুর্নামেন্টে দুর্দান্ত লড়াই করে শেষ চারে জায়গা করে নেয় লাল-সবুজের মেয়েরা। যদিও সেমিফাইনালে স্বাগতিক চীনের কাছে ৯-০ গোলে হেরে ফাইনালে যাওয়া হয়নি।
গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ১১-০ ব্যবধানে বড় হারে শুরু করলেও উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে টানা দুই জয় পায় বাংলাদেশ। পরে কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করে। সেই কাজাখস্তানের বিপক্ষেই ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে আর কোনো ভুল করেনি মেয়েরা। দাপুটে পারফরম্যান্সে তুলে নিয়েছে দেশের হকি ইতিহাসে এক নতুন অধ্যায়।
অন্যদিকে, পুরুষ অনূর্ধ্ব-১৮ দলের সামনে ছিল একই কীর্তি গড়ার সুযোগ। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে চতুর্থ হয় তারা। এর আগে হংকংকে হারিয়ে শুভ সূচনা করা দলটি সেমিফাইনালে হেরে যায় জাপানের কাছে ৬-৪ ব্যবধানে।