টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজটাও শুরু হয় হার দিয়ে। তবে পরের ম্যাচেই ঘুরে দাড়ালো বাংলাদেশ। অধিনায়ক লিটন কুমার দাস ও শামিম পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় টাইগাররা। এরপর বোলারদের দাপটে ১০০ রানের আগেউ গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। রানের হিসেবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছিল তারা।সব মিলিয়ে এর চেয়ে বড় জয় আছে আর মাত্র একটি। ২০২১ বিশ্বকাপে পিএনজির বিপক্ষে ৮৪ রানে জিতেছিল তারা।
ম্যাচসেরা লিটন কুমার দাস। ১৩ ম্যাচের খরা কাটিয়ে অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পান তিনি। ১ চারের সঙ্গে ৫ ছক্কায় ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।