রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। শনিবার রাতে বুলডোজার দিয়ে প্রজন্ম চত্বরের স্থাপনাটি ভাঙা হয়। ২০১৩ সালে গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে উঠেছিল এই চত্বরটি। মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে উঠেছিল। তবে কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শাহবাগ থানা থেকে জানানো হয়েছে, স্থাপনাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও গণপূর্ত অধিদপ্তর নতুন স্থাপনা নির্মাণ করার জন্য ভেঙেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এটা ভেঙেছে। তারা নতুন স্থাপনা নির্মাণ করবে। এ বিষয়ে জানতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোর্শেদ ইকবাল এটি গণপূর্তের আওতাধীন নয় বলে জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির কিছু জানেন না বলে জানান।