।। বিশেষ প্রতিবেদন।।
বাংলাদেশ ও শেখ হাসিনা সম্পর্কে বিবিসির পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে বিবিসি ব্রডকাস্টিং হাউসের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ ১৬ জুলাই বেলা ১টায় অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রবাস কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব এ মিল্লাত।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান, সহসভাপতি হরমুজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম,যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ,মানবাধিকার সম্পাদক সারব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক সুরুক মিয়াসহ সহস্রাধিক নেতাকর্মী।
সবাবেশে বক্তারা বলেন,বিবিসির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যমে ভিত্তিহীন ১৮ সেকেন্ডের তথাকথিত অডিও ক্লিপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য ও বিকৃত প্রতিবেদন প্রচারের বিষয়টি চরম দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত ও অকল্পনীয়। যা বিবিসির মতো বিশ্বমানের সংবাদ সংস্থার কাছে কেউ প্রত্যাশা করে না।
তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতার অংশ হিসেবে উপস্থাপন করা ভিডিওতে উপস্থাপিত তথ্যে নিরপেক্ষতা বা গ্রহণযোগ্যতার চেয়ে পক্ষপাতের ছাপ স্পষ্ট এবং এটি বিবিসির নিজস্ব সাংবাদিকতা নীতিমালারও লঙ্ঘন।অবিলম্বে এ সংবাদ প্রত্যাহার করার দাবী জানান সমাবেশকারীরা।