১৮ ই জুলাই শুক্রবার বাদ জুমা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে গোপালগঞ্জে হত্যার শিকার শহীদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই, বুধবার ফ্যাসিস্ট ইউনুসের নির্দেশে গোপালগঞ্জের নিরীহ, শান্তিপ্রিয় মানুষের উপর হামলা চালায় পেটুয়া বাহিনী। সারাদিন এবং সারারাত ধরে পুলিশ এবং আর্মি ২৭ জন নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করে।
নিহতদের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এই মিলাদ মাহফিলে যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সাবেক মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগদান করেন। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিক লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীও মিলাদের যোগদান ছাড়াও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।