মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) এবং বাংলাদেশ সরকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার মিশন খোলা হবে।
চলতি সপ্তাহে তিন বছর মেয়াদির এই এমওইউ স্বাক্ষরিত হয় বলে আজ শুক্রবার ওএইচসিএইচআর-এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কারের অগ্রগতি এবং গণবিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়ন সংক্রান্ত একটি বিস্তারিত তথ্য-অনুসন্ধানমূলক তদন্ত পরিচালনায় কার্যালয়টি বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে।
হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ‘এই সমঝোতা স্মারক স্বাক্ষর দেশের মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা রূপান্তরের একটি ভিত্তিপ্রস্তর।’
তিনি আরও বলেন, ‘এটি আমার কার্যালয়কে আমাদের তথ্য-অনুসন্ধানমূলক প্রতিবেদনে করা সুপারিশগুলো বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করতে সক্ষম করবে। একই সঙ্গে, বাংলাদেশের চলমান মৌলিক সংস্কারগুলোতে সরকার, সুশীল সমাজ এবং অন্যান্যদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে আমাদের দক্ষতা ও সহায়তা প্রদানের সুযোগ দেবে।’
নতুন এই মিশনটি দেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। এ ছাড়া, এটি সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।