রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে জুমার নামাজের পর ‘তুমি কে, আমি কে? জঙ্গি, জঙ্গি’ স্লোগানে একটি উগ্র মতাদর্শী মিছিল হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মিছিলকারীদের হাতে ছিল মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস)-এর মতো সংগঠনের প্রতীক চিহ্নসংবলিত পতাকা।
শুক্রবার হাইকোর্ট মোড় থেকে পল্টন হয়ে এ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে।
নামাজ শুরুর আগে ১০০ জনের একটি দল ‘খেলাফত প্রতিষ্ঠা’, ‘জিহাদ ফরজ’ ইত্যাদি স্লোগান দিতে দিতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর দিকের ফটকে জড়ো হয়।
এ সময় তারা ‘তুমি কে, আমি কে? জঙ্গি, জঙ্গি’—এই স্লোগান দিতে থাকে।
আল-কায়েদা ও আইএসের পতাকা বহন
মিছিলকারীদের হাতে দেখা যায় কালো রঙের পতাকা, যাতে আরবি হরফে লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং নিচে সাদা গোলাকৃতির ব্যানারে ‘মুহাম্মদুর রাসূলুল্লাহ’ লেখা—যা সাধারণত আল-কায়েদা ও ইসলামিক স্টেট ব্যবহৃত চিহ্ন হিসেবে পরিচিত।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
তবে পুলিশ সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি “অত্যন্ত গুরুতর” এবং গোয়েন্দা সংস্থাগুলো এরইমধ্যে ভিডিও ফুটেজ পর্যালোচনা শুরু করেছে।
এই ঘটনার কিছু অংশের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মিছিলকারীদের মুখ ঢাকা, আর হাতে উগ্র সংগঠনের পতাকা স্পষ্ট দেখা যাচ্ছে।
নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক বলেন, “বায়তুল মোকাররমের মতো একটি স্পর্শকাতর জায়গায় এই ধরনের উগ্র মিছিল শুধু উদ্বেগজনকই নয়, তা ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। এর মাধ্যমে অনলাইন-অফলাইন দুই ক্ষেত্রেই উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে।”