স্কুল হোক বা কলেজ, পিছনের সিটে বসে থাকা ছাত্র-ছাত্রীদের চিরকালই তির্যক চোখে দেখেন সকলে। পিছনে যারা বসে, তারা পড়াশোনায় যে ভালো নয় এমন ধারণা ছোট থেকেই তৈরি হয়ে যায় মানুষের মনে। খুব স্বাভাবিকভাবেই ক্লাসে প্রথম সারিতে বসা ছাত্র-ছাত্রীদের সমীহ করে চলে সকলে।
কিন্তু এবার এই ধারণার পরিবর্তন এল কেরালার একটি স্কুলে। সম্প্রতি মালায়ালাম ছবি ‘স্থানার্থী শ্রীকুট্টন’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে কেরালার বেশ কিছু স্কুল ক্লাসরুমে এনেছে বিশেষ বদল। ওই স্কুলের কোনও ক্লাসরুমেই পিছনের সারিতে বসতে হবে না ছাত্র-ছাত্রীদের।
সাধারণত ক্লাসরুমে পর পর কয়েকসারিতে বেঞ্চ থাকে। তবে বর্তমানে সেই প্যাটার্ন বদলে বেঞ্চগুলিকে অর্ধবৃত্তাকারে সাজানো হয়েছে। কিংবা পরিসর আরেকটু কম থাকলে ‘U’ আকারে বেঞ্চ রাখা যাচ্ছে। এতে সব পড়ুয়ার দিকেই সমান ধ্যান দিতে পারছেন শিক্ষক-শিক্ষিকারা। আবার সব পড়ুয়ারাও সমানভাবে শিক্ষকের সঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনা করতে পারছেন। ফলে এতে যে শিক্ষার্থীদের মনন গঠনে ইতিবাচক প্রভাব পড়েছে, তেমনটা আশা করাই যায়। (সংগৃহীত)