গত ১৫ই জুলাই ২০২৫ তারিখে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অনুষ্ঠিত একটি উচ্চ-পর্যায়ের সংসদীয় বৈঠকে বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাজ্যের সাংসদ বব ব্ল্যাকম্যান এবং বাংলাদেশ ইউনিটি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আইনি ও রাজনৈতিক বিশেষজ্ঞরা সরকারের মধ্যে বিরোধী দলের অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং দেশের গভীর সাংবিধানিক সঙ্কটের বিষয়ে আলোচনা করেছেন।
বব ব্ল্যাকম্যান এমপি (হাররো ইস্ট) সভাপতিত্বে এই প্যানেলে উপস্থিত ছিলেন প্রাক্তন এসএনপি এমপি মার্টিন ডে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শ ম রেজাউল করিম এবং মানবাধিকার বিষয়ে শীর্ষস্থানীয় আইনজীবী স্টিভেন পাওলস কেসি। বক্তারা বাংলাদেশ রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতার আশংকাজনক বৃদ্ধি, বিচারিক প্রতিষ্ঠানের অপব্যবহার, এবং বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশ্চিহ্ন করতে সন্ত্রাস বিরোধী আইন ব্যবহারের বিষয়ে —বিশেষ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।