প্রিয় গোপালগঞ্জবাসী, গত ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শেখ ফজলুল করিম সেলিম, ৯ বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
নির্বিচারে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করেছে। ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), সোহেল রানা (৩০) ও ইমন (২৪) নাম না জানা আরও অনেকেই নিহত হয়েছেন এবং আহত হয়েছে শতাধিক। আমি এর নিন্দা ক্ষোভ প্রকাশ করছি। নিহতদের আত্মার মাগফরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও আহতদের আসু সুস্থতা কামনা করছি।
গোপালগঞ্জের মাটিতে পাকিস্তানের আমলে এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটে নাই। আমি গোপালগঞ্জের মানুষের সার্বিক মঙ্গল কামনা করছি।
তারা এই শোককে শক্তিতে পরিণত করে চিরতরে বাংলার মাটি থেকে এই অপশক্তিকে নির্মূল করবে।
গোপালগঞ্জে যারা গণহত্যা করেছে এবং এই গণহত্যার সাথে যারা জড়িত তারা যত বড় শক্তিধর ব্যক্তি বা গোষ্ঠী হোক না কেন তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।