Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সারাদেশে ‘সর্বাত্মক হরতাল’ চলছে   

    July 20, 2025

    গোপালগঞ্জে বলপ্রয়োগ ও গুলি: রাষ্ট্র কি দায় এড়াতে পারে, প্রশ্ন মানবাধিকার সংগঠনসমূহের

    July 20, 2025

    গোপালগঞ্জে টানা চারদিন কার্ফ‍্যু

    July 20, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন, ৯ শিশুও: রোববার ১৪৪ ধারা জারি, চার মামলায় আসামি ৩০০৮
    Politics

    গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন, ৯ শিশুও: রোববার ১৪৪ ধারা জারি, চার মামলায় আসামি ৩০০৮

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 20, 2025Updated:July 20, 2025No Comments6 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২৭৭ জনকে এ পর্যন্ত কারাগারে পাঠানো হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় তাদের ১৭৭ জনকে জেলা কারাগারে রেখে বাকি ১০০ জনকে শনিবার পিরোজপুর ও বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে অন্তত ৯ শিশু হওয়ায় তাদের রোববার যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে।

    এনসিপির পদযাত্রায় বাধা দিতে সড়ক অবরোধ করে দুটি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৩৫০ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বাদী হয়ে সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন। এ নিয়ে চারটি মামলা হলো। এগুলোয় প্রায় তিন হাজার জনকে আসামি করা হয়েছে। নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ১১০ জনকে।

    এদিকে গ্রেপ্তার-আটকদের স্বজন শনিবার ভিড় জমান কারাগার ও সদর থানার সামনে। কারাফটকে তাদের অনেকে বন্দি স্বজনের জন্য টাকা ও কাপড় জমা দিচ্ছিলেন। কেউ আবার খোঁজ নিয়ে জানতে পারেন, তাদের স্বজনকে পাশের দুই জেলার কারাগারে পাঠানো হয়েছে। থানার সামনে দেখা যায়, নতুন করে আটকদের খোঁজে এসেছেন স্বজন। কারাফটক ও থানার সামনে যাওয়া ২০টি পরিবারের সঙ্গে কথা বলেছে সমকাল। তাদের দাবি, হামলা-সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিলেন না আটকরা। তারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত নন।

    গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ জনতা হামলা চালান। গুলিবিদ্ধ হয়ে সেদিনই চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ-সাংবাদিকসহ আহত হন শতাধিক।

    পাঁচজনের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, পাঁচজনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে পাঁচটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

    আত্মীয়স্বজনের নানা অভিযোগ

    আজ দুপুরে কারাফটকের সামনে থাকা মোজাম্মেল শেখ বলেন, ‘আমার ভাইগনে আসিফ মোল্লার বয়স ১৬ বছর হইছে। সে বিসিক এলাকার ভাই-ভাই বেকারিতে কাজ করে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কারখানা থেকে বারইয়া (বের হয়ে) পাশের খালে গোসল করতে যায়। সেখানে তারেসহ পাঁচজনরে ধরে পুলিশ।’ বুধবার হামলা-সংঘর্ষের সময় সে কারখানাতেই ছিল বলে জানান মোজাম্মেল।

    একই বয়সের আরেক কিশোর প্রিন্স অধিকারীকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোটালীপাড়ার আমতলী মনসাবাড়ী এলাকার বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার বাবা প্রদীপ অধিকারী ও মা লিপিকা অধিকারী জানান, এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে ফেল করে প্রিন্স। এ কারণে বাসায় থেকে সামনের বছর ভালো ফল করার জন্য পড়ালেখা করছিল। বুধবার সে বাসাতেই ছিল। তাকে কেন ধরা হয়েছে, বুঝতে পারছিলেন না এই দম্পতি।

    আমতলী মনসাবাড়ী এলাকার তরুণ রিফাত বিশ্বাস (২০) তাঁর মামা সোহেল হোসেনের প্রসাধনসামগ্রীর দোকানে কাজ করেন। কোটালীপাড়া থানার কাছেই দোকানটি। মামি শাকিলা আক্তার তুলি বলেন, ‘আমাগে কাছেই বড় হইছে রিফাত। আমাগে বাসায় থাকে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় আমতলী থেকে তারে ধরে আনে পুলিশ।’ বুধবার শহরে সংঘর্ষের সময় তিনি দোকানেই ছিলেন বলে জানান স্বজনরা।

    দুই বছর ধরে মালয়েশিয়ার একটি কারখানায় কাজ করেন গোপালগঞ্জ সদরের স্লুইসগেট এলাকার আবু দাউদ (২৩)। ঈদুল আজহার আগে তিনি ছুটিতে দেশে আসেন। তাঁকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসার অদূরে গ্রেপ্তার করা হয়। মা কোহিনূর বেগম বলেন, ‘বন্ধুগে সঙ্গে বাসার সামনে চা খাতি গ্যাছেল। তহন তারে ধরে নিয়ে যায়। আমার ছেলে মাদ্রাসায় হাফেজি পড়েছে। পাঁচ বেলা নামাজ পড়ে। ওরে কেন ধরেছে কতি পারেন?’

    কারাফটকে থাকা কারারক্ষী রিপন শেখ জানান, বুধবার কারাগারে হামলা হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই আপাতত কারও সঙ্গে দেখা করার সুযোগ মিলছে না।

    থানার সামনে অপেক্ষা

    মেরি গোপীনাথপুরের বোয়ালিয়া হাট এলাকায় রড-সিমেন্টের ব্যবসা করেন মামুন শেখ (২২)। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে দোকান থেকে ধরে আনে পুলিশ। তাঁর ভাই তরিকুল ইসলাম ভাইয়ের খোঁজে শনিবার এসেছিলেন সদর থানার সামনে। তিনি বলেন, ‘আমার ভাই রাজনীতি করে না। বুধবার হাটের দিন সে দোকানেই ছেল। অথচ পুলিশ তারে ধরে নেছে।’

    ভ্যানের ওপর বসে হাপুস নয়নে কাঁদছিলেন বিনতা ভৌমিক। তিনি জানান, তাঁর ছেলে সুমন ভৌমিক (৩৫) পেশায় রাজমিস্ত্রি। বাসায় একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। সে জন্য ইটের খোয়া কিনতে তিনি শনিবার সকাল ১০টার দিকে বৈলতল বাজারে যান। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। তার বাবা সুশীল ভৌমিক স্ট্রোক করে অসুস্থ। ছেলের আটকের খবরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন।

    মাহিন্দ্র চালক তুফান সিকদারকে (২৪) শুক্রবার সন্ধ্যায় সদরের বেতগ্রাম থেকে আটক করে পুলিশ। তাঁর মামা কাইয়ুম শেখ বলেন, ‘পাম্পে তেল ভরতি গ্যাছেল। তহন তারে ধরেছে।’ তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নন বলে দাবি করেন স্বজনরা। এমন আরও পরিবারের সদস্যদের দেখা মেলে থানার সামনে। সবারই প্রায় একই অভিযোগ, বিনা কারণে পুলিশ ধরে নিয়ে এসেছে।

    চার মামলায় আসামি ৩০০৮

    গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪০৪ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। গত বৃহস্পতিবার ওই সংগঠনের ৫৭৫ নেতাকর্মীকে আসামি করে একই আইনে গোপালগঞ্জ সদর থানায় আরেকটি মামলা করা হয়। 

    কোটালীপাড়া থানায় বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক হাজার ৬৫৫ জনকে আসামি করে মামলা করা হয়। এ ছাড়া কাশিয়ানী থানায় বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৭৪ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় পুলিশ বাদী হয়েছে।

    এদিকে চার মামলায় জেলার পাঁচ থানা পুলিশ ২৭৭ জনকে গ্রেপ্তার করা করেছে। গোপালগঞ্জ সিজেএম আদালতের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, দুই দিনে পাঁচ থানা থেকে গ্রেপ্তার ২৭৭ জনকে আদালতে আনা হয়। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের জেলা কারাগারে পাঠান।

    গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান বলেন, শনিবার ১১০ জন ও শুক্রবার ১৬৭ জনকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যে শুক্রবার কারাগারে আসা ৫০ জনকে পিরোজপুর ও ৫০ জনকে মাদারীপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবারের বন্দিদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে, যাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে বলে জানান তিনি।

    এ ছাড়া আদালত সূত্র জানায়, শনিবার আদালতে হাজির করা আসামিদের মধ্যে অন্তত পাঁচজন শিশু ছিল।

    গোপালগঞ্জে রোববার ১৪৪ ধারা জারি

    গোপালগঞ্জে শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে গতকাল রাতে পৃথক বিজ্ঞপ্তিতে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, আজ সকাল ৬টায় কারফিউ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৪৪ ধারার কার্যক্রম শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত।

    এর আগে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও শহরের মানুষের চলাচল ছিল কম। গত বুধবার গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। ওই সময় শেষে কারফিউ পুরোপুরি না তুলে সময় ধরে শিথিল করা হয়।

    কারফিউ শিথিল থাকলেও উপস্থিতি কম

    গোপালগঞ্জে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল থাকলেও শহরে লোকজনের উপস্থিতি কম ছিল। যানবাহন চলাচলও তেমন ছিল না। কিছু দোকানপাট খোলা থাকলেও বেচাকেনার অবস্থা ভালো নয় বলে জানান ব্যবসায়ীরা।

    স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার মার্কেট-ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটির দিন। এ কারণে স্বাভাবিক সময়েও এদিন শহরে লোকজনের উপস্থিতি কম থাকে। এর সঙ্গে যোগ হয়েছে বুধবারের হামলা-সংঘর্ষের পর গ্রেপ্তার আতঙ্ক।

    সদরের হরিদাসপুর ইউনিয়নের ইজিবাইক চালক আরিফুল ইসলাম বলেন, রাস্তায় নামছি, কিন্তু যাত্রী নেই। এমনিতেই শনিবার লোক কম থাকে, তার ওপর একটা আতঙ্ক আছে মানুষের মনে। তিনি জানান, সাধারণত দিনে ৭০০-৮০০ টাকা উপার্জন করেন তিনি। তবে গত তিন দিনে ২০০-৩০০ টাকার বেশি পাননি। অথচ ইজিবাইকের জমা বাবদই দিতে হয় ৪০০ টাকা।

    শহরের বড় বাজারের চাল ব্যবসায়ী অনুপ সাহা বলেন, তিন দিন পর দোকান খুলেছি। সকালের দিকে কিছু কেনাবেচা হয়েছে। দুপুরের আগেই বাজার ফাঁকা হয়ে গেছে। তাই দুপুরের পর দোকান বন্ধ করে দিয়েছি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগোপালগঞ্জ কারাগারের সামনে সাঁটানো বন্দির তালিকায় নাম খুঁজছেন
    Next Article গোপালগঞ্জে টানা চারদিন কার্ফ‍্যু
    JoyBangla Editor

    Related Posts

    সারাদেশে ‘সর্বাত্মক হরতাল’ চলছে   

    July 20, 2025

    গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদে বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা ২০ জুলাই  

    July 19, 2025

    বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড: সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ত্যাগ এনসিপির

    July 19, 2025

    দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘সর্বাত্মক হরতাল’ সফল করুন

    July 19, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সারাদেশে ‘সর্বাত্মক হরতাল’ চলছে   

    July 20, 2025

    যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ

    July 19, 2025

    দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘সর্বাত্মক হরতাল’ সফল করুন

    July 19, 2025

    গোপালগঞ্জবাসীর উদ্দেশে শেখ ফজলুল করিম সেলিম-এর শোকবার্তা

    July 19, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    সারাদেশে ‘সর্বাত্মক হরতাল’ চলছে   

    By JoyBangla EditorJuly 20, 20250

    আজ ২০ জুলাই ২০২৫, রোববার,সারাদেশে ‘সর্বাত্মক হরতাল’ চলছে।  গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদ, ক্যাঙারু কোর্টে প্রহসনমূলক কার্যক্রম…

    গোপালগঞ্জে বলপ্রয়োগ ও গুলি: রাষ্ট্র কি দায় এড়াতে পারে, প্রশ্ন মানবাধিকার সংগঠনসমূহের

    July 20, 2025

    গোপালগঞ্জে টানা চারদিন কার্ফ‍্যু

    July 20, 2025

    গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন, ৯ শিশুও: রোববার ১৪৪ ধারা জারি, চার মামলায় আসামি ৩০০৮

    July 20, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সারাদেশে ‘সর্বাত্মক হরতাল’ চলছে   

    July 20, 2025

    যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ

    July 19, 2025

    দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘সর্বাত্মক হরতাল’ সফল করুন

    July 19, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.