আজ ২০ জুলাই ২০২৫, রোববার,সারাদেশে ‘সর্বাত্মক হরতাল’ চলছে। গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদ, ক্যাঙারু কোর্টে প্রহসনমূলক কার্যক্রম বাতিল এবং খুনী-দখলদার-ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘সর্বাত্মক হরতাল’-এর আহ্বান করেছে।ঢাকা মহানগরসহ ৬৪ জেলায় হরতাল পালনের খবর পাওয়া গেছে। ঢাকার গুলিস্তানে জনতা একটি ভ্যানগাড়িতে আগুন দেয়।

কুমিল্লা,চট্টগ্রাম, নড়াইল, ময়মনসিংহ,সিলেট সর্বাত্মক হরতালে আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ হরতালের সমর্থনে খণ্ড খণ্ড ও ঝটিকা মিছিল বের করে। স্থানে স্থনে পুলিশের সাথে সংঘর্ষও বাঁধে। এদিকে সন্ধ্যায় জননেত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, এই দিন থাকবে না, দিন ফিরে আসবে।


