আজ আকস্মিকভাবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনের উপর বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আজ এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মর্মান্তিক এই দুর্ঘটনায় সংঘটিত হতাহতের পরিপ্রেক্ষিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, বিমান বিধ্বস্তের এই ঘটনায় সংলগ্ন এলাকা ও তার আশেপাশে মানবিক সংকট দেখা দিয়েছে। আমি এই মানবিক সংকট দূর করার জন্য উদ্ধার কাজ পরিচালনা, সকলকে নিরাপদে স্থানান্তরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি এলাকাবাসীকে সার্বিক সহযোগিতার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, আহতদের চিকিৎসার ক্ষেত্রে রক্তদান ও চিকিৎসা সেবা সুগম করতে সকলের প্রতি আহ্বান জানাই।
বিবৃতিতে তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার শোক সবাই কাটিয়ে উঠুক। পরম করুণাময় সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত সবাইকে সেই শক্তি দান করুক এই প্রত্যাশা করি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।তারিখ: ২১ জুলাই ২০২৫