অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আর কোনো প্রত্যাশা নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। তিনি বলেছেন, গত এক বছর ধরে রাষ্ট্রে যে পরিস্থিতি বিরাজ করছে, এতে করে মানুষ অপেক্ষা করছেন কখন এ সরকার বিদায় নেবে। সবাই উপলব্ধি করে ফেলেছে, এই সরকারের পক্ষে এর থেকে বড় কিছু দেওয়ার প্রত্যাশা মানুষ করছে না।
একটি বেসরকারি টেলিভিশনের এক টক শোতে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা যদি ওয়ান-ইলেভেনে সরকার দেখি, তাদের অনেকগুলো দৃশ্যমান কাজ আছে। কিন্তু এই সরকারের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ নেই। দৃশ্যমান কাজ শুধু এইটুকু আছে, ড. ইউনূস নিজের ৬৬৬ কোটি টাকা জনগণের কর মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের জন্য পাঁচ বছরের মওকুফ করেছেন।
উনি গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার, সেটা কেড়ে নিয়েছেন ১৫ শতাংশ। ২৫ থেকে ১০ শতাংশ করেছেন। উন্নয়ন যা দেখছি, গ্রামীণফোনের জন্য বিশেষ সুবিধা দেওয়া। ম্যানপাওয়ারের ব্যবসা করা, গ্রামীন বিশ্ববিদ্যালয় দেওয়া এগুলো দৃশ্যমান।
তিনি বলেন, ড. দেবপ্রিয় এ সরকারের একজন খুবই ঘনিষ্ঠ ব্যক্তি। ড. দেবপ্রিয় বলেছেন— এই সরকারের এক্সিট নেওয়ার সময় হয়ে গেছে। কিভাবে এক্সিট নেবে, তাদের সেটাই চিন্তা করা উচিত। তাদেরই ঘনিষ্ঠ ব্যক্তিরা বলছে— এই সরকার যা করতে যাচ্ছে, কিছুই করতে পারবে না। তারা অতিতাড়াতাড়ি ইলেকশন কিভাবে দেবে এবং এক্সিট কিভাবে নেবে সেই চেষ্টা করা উচিত।