ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত মানবপুতুল নাচের টিম আগামী ৬ আগস্ট যাচ্ছে জাপানে। সেখানে দুই সপ্তাহ অবস্থান করে জাপানের ওসাকা এক্সপ্রো উৎসবে অংশ নেবেন তারা। এমন খবরে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষ।
ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোহাম্মদ আল সাইফুল আমীন জিয়া ওরফে জিয়া আমীন। খেলনার পুতুলের আদলে বিশ্বমঞ্চে নাচাবেন জীবন্ত মানব পুতুলকে। নিজের চিন্তা চেতনা থেকে কোরিওগ্রাফির মাধ্যমে গত বছরের ২৮ ফেব্রুয়ারি নাচের শিক্ষক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে তিনি প্রথমে জীবন্ত মানবপুতুল নাচটি প্রদর্শন করেন।
‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া” এতো যত্নে গড়ায়াছেন সাই’ এই গানটির সঙ্গে জীবন্ত পুতুলের নাচের ভিডিওটি তার আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছাড়লে মুহূর্তেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়। এরপর থেকে জিয়া আমীনকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। দেশ ছাড়াও বিশ্বের বিভিন্নদেশ থেকে এ নাচ প্রদর্শন করার জন্যে ডাক আসতে থাকে। এরই অংশ হিসেবে ৬ আগস্ট তার দলের ক্ষুদে নৃত্য শিল্পীদের নিয়ে তিনি যাচ্ছেন জাপানে। সেখানে ওসাকা এক্সপ্রো ইন্টারন্যাশনাল প্রোগ্রামে তারা বিভিন্ন ইভেন্টে নাচ পরিবেশন করবেন। বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে এ নিয়ে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। অংশ নিতে যাওয়া নৃত্য শিল্পীরা জানান, তাদের আগ্রহের কথা।
ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা জানান, এর মাধ্যমে সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার ঐহিত্য বিশ্ব দরবারে ফুটে উঠবে। নতুন প্রজন্ম শেকড়ের প্রতি আরও আকৃষ্ট ও যত্নবান হবে। এমন আরো সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বে নিজেদের পরিচিতির সুযোগ রয়েছে।