আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে হাতের লেখা বাঁচিয়ে রাখার জন্য আসছে : হস্তাক্ষর। আজকাল হাতে খুব বেশি লিখতে হয় না।
কম্পিউটার ,ল্যাপটপ ,নোটবুক,মোবাইল ফোন- সব খানেই আছে কী বোর্ড। নানা ধরনের কী বোর্ডে প্রায় সব কিছুই লেখা যায়।
শুধু নামের স্বাক্ষরটা কলমে করতে হয়।সেটাও ক্রমশ: ডিজিটাল হয়ে যাচ্ছে।
কিছুদিন পর প্রয়োজন থাকবে না শ্লেট-পেন্সিল, কাগজ-কলম, বলপেন ইত্যাদির। এক সময় এগুলো হবে জাদুঘরের বিষয়বস্তু।সবাই জানবে একসময় মানুষ আঙুলের ফাঁকে কাঠির মত কলম বা পেন্সিল দিয়ে কাগজে লিখতো।
হাতের লেখার অভ্যাস ও প্রয়োজনীয়তাও এখন ফু্রিয়ে আসছে।ধীরে ধীরে হারিয়ে যাবে হাতের লেখা।
সেই হারিয়ে যাওয়া রোধ করার জন্যই আমরা তৈরী করছি একটি অভিনব ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ। নাম ‘হস্তাক্ষর’।
আপনার পূর্ববর্তী ও পরবর্তী প্রজন্মের স্মৃতি ধরে রাখার জন্য তাঁদের হাতের লেখা সংরক্ষণ করে রাখুন।সাথে একটা ছবি ও কন্ঠস্বর।
হাতের লেখা বাঁচিয়ে রাখার এই আইডিয়াটা দিয়েছে আমাদের কবি বন্ধু বদিউজ্জামান নাসিম। দীর্ঘদিন যাবত আমেরিকার বোস্টন শহরে থাকে।সামাজিক আন্দোলনের জন্য ‘ভিন গোলার্ধ’ নামে একটা প্রতিষ্ঠানও গড়ে তুলেছে।কাজ করে দেশে- বিদেশে।
আর ‘হস্তাক্ষর’ ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপটি নির্মান করছে বাংলাদেশের একমাত্র সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ‘কথা'( kotha)-র তরুন বন্ধুরা।
আমি বাবাকে হারিয়েছি দেড় বছর বয়সে।তাই বাবার কোন স্মৃতিই আমার নাই। ছোট বেলায় একটা ছবি দেখেছিলাম। কিন্তু, বাড়ি বদলের ঝক্কিতে কখন হারিয়ে গেছে জানি না। আর হাতের লেখা বা কন্ঠস্বর থাকার তো প্রশ্নই আসে না !
একই অভিজ্ঞতা বা অনুভূতি হয়তো আমাদের অনেকেরই আছে।
আসুন,এই অ্যাপের মাধ্যমে আমরা নিজ নিজ পরিবারের আর্কাইভ গড়ে তুলি।গড়ে তুলি প্রজন্মের সেতুবন্ধন!
প্রথমে শুধু বাংলা ভাষায় করছি। পরে হয়তো নানা ভাষায় রূপান্তর করা যাবে।যেহেতু এটা একটা নতুন ও অন্য ধরনের আর্কাইভ সাইট, আপনাদের সবার মতামত ,পরামর্শ ও অনুভূতি আমাদের অনুপ্রেরণা যোগাবে।
প্রাথমিক খসড়া হিসাবে এখানে দুটি টেম্পলেট দেয়া হোল।আপনাদের মতামত ও পরামর্শে আরো সম্বৃদ্ধ করা হবে।
এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যাত্রা শুরু করার ইচ্ছা ছিল।কিন্তু,নানা কারণে হয়নি।
আসছে ১৭ সেপ্টেম্বর ‘শিক্ষা দিবস’।ঐতিহাসিক এই দিনের কাছাকাছি সময়ে ঢাকা ও বোস্টন শহর থেকে একযোগে প্রাথমিক উদ্বোধনের পরিকল্পনা করছি। আপনাদের সবাইকে জানাবো।
আপনাদের উৎসাহ ও সহযোগিতা আমাদের এই উদ্যোগকে সফল করে তুলবে।
শুভকামনা………।