“জাতীয় পতাকা শকুন খুবলে খাচ্ছে”— গর্জে উঠলেন শেখ হাসিনা। ইউনুসকে বললেন কালসাপ, দাবি করলেন তাঁর সব সিদ্ধান্তই অবৈধ। দেখে নিন কী বললেন হাসিনা।
দ্য ওয়াল ব্যুরো: গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ফের নিশানা করলেন শেখ হাসিনা। প্রধান উপদেষ্টাকে জঙ্গি, কালসাপ, শকুনের সঙ্গে তহলনা করে হাসিনা বলেন, ১৯৭১-এর মতো বাংলাদেশ ফের হায়নার কবলে পড়েছে। হাসিনা বলেন, ইউনুস অবৈধ ভাবে ক্ষমতা দখল করেছেন। তাঁর সরকারের সব সিদ্ধান্ত অবৈধ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গত বছর ৫ অগস্টের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গণভবনে হামলা করা হয়। প্রধানমন্ত্রী হিসাবে আমার নিরাপত্তা ছিল। তারা পাল্টা জবাব দিলে দু পক্ষের মানুষ মারা যেত। আমি তা চাইনি। তাই ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম।
হাসিনা মঙ্গলবারের ভাষণে ইউনুসের পাশাপাশি বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধেও তোপ দাগেন। বলেন, লন্ডন থেকে সে পরামর্শ দিয়েছিল মানুষ মারলেই ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।
দীর্ঘ ভাষণে হাসিনা তাঁর জমানার সাফল্যের নানা নজির তুলে ধরে বলেন, এক বছরে ইউনুস দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।
হাসিনা বলেন, গত এক বছরের সমস্ত হত্যাকাণ্ডের জন্য ইইনুস দায়ী। তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। হাসিনা বলেন, জাতীয় পতাকা শকুন খুবলে খাচ্ছে।
হাসিনা বলেন, আমি কাউকে হত্যা করিনি। আমি ন্যায় বিচারে বিশ্বাস করি। তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের হত্যা না করে বিচারের মুখোমুখি করেছিলাম।
আওয়ামী লিগ নেত্রী দেশবাসীর কাছে বিচার চান। বলেন, আওয়ামী লিগ কী অপরাধ করেছে? আওয়ামী লিগ দেশ স্বাধীন করেছে আওয়ামী লিগ। দেশ গড়েছে আওয়ামী লিগ। সেটা কি অপরাধ। হাসিনা দেশবাসীর উদ্দেশে ইউনুসের সাজা দাবি করেন।