সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ কিনছে সরকার, ব্যয় ৯৩৬ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘হেলনিক ড্রাই বাল্ক ভেঞ্চার’ থেকে দুটি ‘বাল্ক ক্যারিয়ার’ জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এতে খরচ পড়ছে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এ ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে বলে অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার কেনা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওই কোম্পানি থেকে।
মঙ্গলবার আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি থেকে কেনা হয়েছে দুই কার্গো এলএনজি। আরামকো ট্রেডিং সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি ইউনিট (এমএমবিটিইউ) ১১ দশমিক ৯৭ ডলার হিসাবে এক কার্গো এবং পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি ইউনিট ১১ দশমিক ৯০ ডলারে কেনা হয়েছে এক কার্গো এলএনজি।