
।। সৈয়দ হিলাল সাইফ ।।
হেই!!
বঙ্গবন্ধুর নামের পরে
দ্বিতীয় কার নাম
প্রশ্নটা ঠিক বাংলাদেশে
তাঁর পরে কার দাম?
বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা
সহজে বলে দিই…
উত্তর হলো শেখ মুজিবের
আগে-পরে কেউ নেই।
স্বাধীনতার মহান নায়ক
শেখ মুজিবুর এক
শুরু থেকে দশ পর্যন্ত
তাঁর নাম শুধু লেখ।
এগার-বারো নম্বর ফেলে
বাকি যত নাম লেখো
মুক্তিযুদ্ধে ওতপ্রোত নাম
লক্ষ-কোটিতে মেখো।
জানতে চেয়ে প্রশ্ন করলে
কোটি থেকে ফের এক
বলবে সবাই ‘জয় বাংলা’
জাতির জনক শেখ।