১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যু দিবস উপলক্ষে ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কে বিলাতের সাংবাদিকমহল শ্রদ্ধা নিবেদন বিকেলে। এতে উপস্থিত ছিলেনবীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান, সাংবাদিক সৈয়দ আনাশ পাশা,সাংবাদিক মোসলেহ উদ্দীন আহমেদ, সাংবাদিক ড.আনসার আহমেদ উল্লাহ.সঙ্গীতশিল্পী হিমাংশু গোস্বামী, সাংবাদিক সাঈম চৌধুরী, সাংবাদিক শাহ রহমান বেলাল, সাংবাদিক জুয়েল রাজ, সাংবাদিক বাতিরুল হক সর্দার, সাংবাদিক আজিজুল আম্বিয়া ও আকরাম হোসেনসহ আরো অনেকে।

শ্রদ্ধা নিবেদন কালে তারা বলেন, জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্য রইলো গভীর শ্রদ্ধা।জাতির জনক প্রশ্নে আমরা কোন ছাড় দিবনা, জাতির জনক না থাকলে বাংলাদেশ থাকবেনা।একাত্তরের মহান মুক্তিযুদ্ধ প্রশ্নেও আমরা কোন ছাড় দিবনা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ থাকবেনা।আর জয় বাংলা যে মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও শক্তির উৎস। জয় বাংলা শ্লোগান প্রশ্নেও আমরা কোন ছাড় দিবনা।এছাড়া পূর্ব লন্ডরে সিডনি স্ট্রিটে স্থাপিত বঙ্গবন্ধু ভাস্কর্যে তারা পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।এখানেও তারা মুক্তিযুদ্ধের মুল্যবোধ রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর সর্বোচ্চ মর্যাদা সংরক্ষণে শপথ নেন।