
।। মুজিব ইরম।।
তাঁর নাম এই নামে সতত বিরাজে…
আমারও কি তবে একবার মৃত্যু হয়েছিলো আগস্টের রাতে?
এ দেহের কেনো আজও জানাজা হলো না!
পিতামহ জানে
জন্মভোরে তোমার নামের ধ্বনি কান্না হয়ে বাজে নালিহুরী গ্রামে…
আমারও কি তবে বাস ছিলো টুঙ্গিপাড়ায়?
এ নামের কলঙ্ক রবে—ধানমন্ডি বত্রিশের নামে যদি
না-রচি আজ কান্নার জিকির…